শিরোনাম
◈ আশ্রয় নেওয়া রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায়: গুতেরেস  ◈ দেশ ছেড়ে যারা আগেই চলে গেছেন তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা কেন দেওয়া হয়? ◈ ৩৬ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক ◈ কেন ব্যর্থ হলো নরেন্দ্র মোদির ‘সবার আগে প্রতিবেশী’ নীতি  ◈ জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা কক্সবাজার, ইফতার শেষ ঢাকা ফিরবেন ◈ সংকটে থাকা দুই ব্যাংককে টাকা ছাপিয়ে আরও ২,৫০০ কোটি টাকা সহায়তা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ◈ ‘জান্নাতে কোনো ধর্ষক নেই, আছিয়ার ঘুমে কেউ ব্যাঘাত ঘটাবে না’ ◈ তাপপ্রবাহ ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া দফতরের ◈ ঢাবিতে শিবিরের ইফতারির পাশাপাশি ৫০০ টাকা করে পেলেন শিক্ষার্থীরা ◈ বাংলাদেশের বর্তমান সংস্কার ও পরিবর্তনে জাতিসংঘ সবসময় পাশে থাকবে: গুতেরেস

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:২৪ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিরচেনা গুলিস্তানের রূপ পাল্টে দিল পুলিশ!

সুজন কৈরী : চিরচেনা গুলিস্তানের রূপ পাল্টে দিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। গুলিস্তান এলাকার ফুটপাতে নেই কোনো দোকান। যেসব ফুটপাতে দোকানের কারণে পথচারীদের যাতায়াতে বিঘ্ন ঘটতো সেসব ফুটপাত দিয়েই বর্তমানে নির্বঘ্নে যাতায়াত করছেন পথচারীরা। ডিএমপির ট্রাফিক পূর্ব বিভাগের এক অভিযানে হকারমুক্ত হওয়ায় পথচারীদের মধ্যে সস্তি ফিরেছে।

জানা গেছে, ডিএমপির ট্রাফিক পূর্ব বিভাগ গত ২০ ফেব্রুয়ারি গুলিস্তান এলাকায় অভিযান চালায়। অভিযানকালে গুলিস্তান ট্রেড সেন্টার, গুলিস্তান শপিং কমপ্লেক্স, ঢাকা ট্রেড সেন্টার, সুন্দরবন মার্কেট, সার্জেন্ট আহাদ পুলিশ বক্স, বঙ্গবন্ধু পাতাল মার্কেট, গোলাপ শাহ মাজার, জাতীয় গ্রন্থকেন্দ্র, বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও বায়তুল মোকাররমের দক্ষিণ ফটক এলাকা থেকে সকল প্রকার হকার উচ্ছেদ করে। এরপর থেকে ট্রাফিক বিভাগ নতুন করে কোনো হকারকে বসতে দিচ্ছে না। হকারমুক্ত ফুটপাতের এমন চিত্র ধরে রাখতে ডিএমপির পক্ষ থেকে নেয়া হয়েছে নানা ব্যবস্থা।ফুটপাত ও রাস্তা হকারমুক্ত রাখতে মোতায়েন রয়েছে পুলিশ।

ট্রাফিক বিভাগ বলছে, গুলিস্তানের মতো ব্যস্ত জায়গায় ফুটপাত দখল থাকার কারণে পথচারীরা ফুটপাত ছেড়ে মূল সড়ক দিয়ে হাঁটতে বাধ্য হন। যার ফলে একদিকে যেমন পথচারীদের চলাচলে বাধাগ্রস্ত হয়, অন্যদিকে রাস্তা দিয়ে হাঁটার ফলে সৃষ্টি হয় যানজট। সেইসঙ্গে দুর্ঘটনার কবলে পড়ে হতাহতের ঘটনাও ঘটে। পথচারীরা যেন ফুটপাত দিয়ে নিরাপদে চলাচল করতে পারে এবং যানজট নিরসনের বিষয়টি মাথায় রেখে গুলিস্তান এলাকায় হকারমুক্ত অভিযান চালানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়