সুজন কৈরী : চিরচেনা গুলিস্তানের রূপ পাল্টে দিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। গুলিস্তান এলাকার ফুটপাতে নেই কোনো দোকান। যেসব ফুটপাতে দোকানের কারণে পথচারীদের যাতায়াতে বিঘ্ন ঘটতো সেসব ফুটপাত দিয়েই বর্তমানে নির্বঘ্নে যাতায়াত করছেন পথচারীরা। ডিএমপির ট্রাফিক পূর্ব বিভাগের এক অভিযানে হকারমুক্ত হওয়ায় পথচারীদের মধ্যে সস্তি ফিরেছে।
জানা গেছে, ডিএমপির ট্রাফিক পূর্ব বিভাগ গত ২০ ফেব্রুয়ারি গুলিস্তান এলাকায় অভিযান চালায়। অভিযানকালে গুলিস্তান ট্রেড সেন্টার, গুলিস্তান শপিং কমপ্লেক্স, ঢাকা ট্রেড সেন্টার, সুন্দরবন মার্কেট, সার্জেন্ট আহাদ পুলিশ বক্স, বঙ্গবন্ধু পাতাল মার্কেট, গোলাপ শাহ মাজার, জাতীয় গ্রন্থকেন্দ্র, বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও বায়তুল মোকাররমের দক্ষিণ ফটক এলাকা থেকে সকল প্রকার হকার উচ্ছেদ করে। এরপর থেকে ট্রাফিক বিভাগ নতুন করে কোনো হকারকে বসতে দিচ্ছে না। হকারমুক্ত ফুটপাতের এমন চিত্র ধরে রাখতে ডিএমপির পক্ষ থেকে নেয়া হয়েছে নানা ব্যবস্থা।ফুটপাত ও রাস্তা হকারমুক্ত রাখতে মোতায়েন রয়েছে পুলিশ।
ট্রাফিক বিভাগ বলছে, গুলিস্তানের মতো ব্যস্ত জায়গায় ফুটপাত দখল থাকার কারণে পথচারীরা ফুটপাত ছেড়ে মূল সড়ক দিয়ে হাঁটতে বাধ্য হন। যার ফলে একদিকে যেমন পথচারীদের চলাচলে বাধাগ্রস্ত হয়, অন্যদিকে রাস্তা দিয়ে হাঁটার ফলে সৃষ্টি হয় যানজট। সেইসঙ্গে দুর্ঘটনার কবলে পড়ে হতাহতের ঘটনাও ঘটে। পথচারীরা যেন ফুটপাত দিয়ে নিরাপদে চলাচল করতে পারে এবং যানজট নিরসনের বিষয়টি মাথায় রেখে গুলিস্তান এলাকায় হকারমুক্ত অভিযান চালানো হয়।