শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে ১০ বছর আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদি ◈ জামায়াত কাদের সঙ্গে জোট করবে, জানালেন সেক্রেটারি গোলাম পরোয়ার ◈ ৫৩ বছর দেখেছি, আমরা আরও দু-এক বছর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই:  নুরুল হক (ভিডিও) ◈ নবীনগরে বিপনী মার্কেটে আগুন, পুড়ে ছাই ১২ দোকান ◈ ‘ওরেশনিক’ রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক ◈ মাগুরায় উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার ◈ জয়নাল থেকে বনে গেছেন ডা.আরিফ, নেই কোনো শিক্ষাগত যোগ্যতা (ভিডিও) ◈ গুমের বিচার ও গুম বিলুপ্ত করা আমাদের টপ প্রায়োরিটি : প্রেস সচিব ◈ ঢাকা মহানগরীতে মহাদুর্ভোগ

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:০০ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুদকের সক্ষমতার অভাবে, দুর্নীতি দমন আশানুরুপ হচ্ছে না বলে মনে করেন আফসান চৌধুরী

কেএম নাহিদ : দুর্নীতি দমন কমিশনের কাঠামোগত সমস্যার কারণে দুর্নীতি দমন করা সম্ভব হচ্ছে না বলে মনে করেন লেখক ও গবেষক আফসান চৌধুরী। সোমবার ডিবিসি টেলিভিশনের সংবাদ সম্প্রসারণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আফসান চৌধুরী বলেন,আমি ২০১৪ সালে দুর্নীতি জরিপের ওপর একটি গবেষণা করেছিলাম। তাতে দেখা গেছে দুর্নীতি দমন কমিশন যে কাঠামোতে কাজ করে দুর্নীতি দমন করছে, তাতে তাদের কি সেই সক্ষমতা আছে কিনা সে প্রশ্ন উঠে আসে। তিনি বলেন, বর্তমান দুর্নীতি কমিশনে দিয়ে দুর্নীতি কমানো সম্ভব না, তাদের ওই জরিপে এ রকম তথ্য পাওয়া গেছে।

আফসান চৌধুরী বলেন, আমরা একটা বড় তালিকা দেখেছি কারা কারা দুর্নীতি করেছে, তাতে দেখাগেছে মিটার রিডার ইত্যাদি, সহ বিভিন্ন ক্যাটাগরির লোকজন। তিনি বলেন, কোন বড় দুর্নীতিবাজরা ধরা পরেনি আজ পর্যন্ত। যেখানে নিয়ম কানুন আছে যারা বেশি দুর্নীতি করেছে। তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে হলে অনুমতি নিতে হবে, তাতে আমার মনে সংসয় জাগে, দুনীতি দমন কতোটা বাস্তব হবে, কতোটা দুর্নীতি দমন হবে।

তিনি বলেন, আমাদের অর্থনৈতিক প্রশাসনিক যে কাঠামো সেটা যদি দুর্নীতিগ্রস্থ হয় তাহলে দক্ষতা অর্জন করা যাবে না। এটা আমাদের রাষ্ট্রীয় সমস্যা, রাষ্ট্র কতোটা সুচারুভাবে তার দায়িত্ব পালন করতে পারে। তারা দু একটা দুর্নীতিবাজ ধরলো কিছুদিন হৈচৈ করলো এতে কোন সিস্টেমের ওপর চাপ পড়বে না।

তিনি বলেন, আমাদের দুর্নীতি কমিশনের উচিত হবে প্রশাসনের সব সেক্টরে একসাথে দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনা না করে। কয়েকটি মডেল মন্ত্রণালয় নিয়ে কাজ করলে আস্তে আস্তে দুর্নীতি রোধ করা সম্ভব বলে আমি মনে করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়