শিরোনাম
◈ সৌদি সরকারের নিয়মের বাইরে যাওয়া সম্ভব হচ্ছে না: ধর্ম উপদেষ্টা ◈ ‘দ্য লন্ডন ক্লিনিক’ হাসপাতালে চি‌কিৎসা চলছে খালেদা জিয়ার, খাচ্ছেন বাসার খাবার ◈ ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সঙ্গে টিউলিপের সম্পর্ক এখন আলোচনার কেন্দ্রে: গার্ডিয়ানের প্রতিবেদন ◈ দিল্লির ‘হাসিনাপ্রীতিতে’ অসন্তুষ্ট খালেদার দল: আনন্দবাজারের প্রতিবেদন ◈ স্বাস্থ্য অধিদফতরের এইচএমপিভি নিয়ে ৭ নির্দেশনা ◈ জনপ্রিয় ‘ইত্যাদি’ অনুষ্ঠানে ভাঙচুর-মারামারি, অনুষ্ঠান স্থগিত! (ভিডিও) ◈ ‘নিখোঁজ বিজ্ঞপ্তি’ কনটেন্ট ক্রিয়েটর কাফির (ভিডিও) ◈ প্রথম চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা, লক্ষ্য সম্পর্ক জোরদার ◈ আকু'র বিল ১.৬৭ বিলিয়ন ডলার পরিশোধের পর রিজার্ভ এখন ২০ বিলিয়ন ডলার ◈ খুব সহজেই ২০২৫ শিক্ষাবর্ষের স্কুল বইয়ের পিডিএফ ডাউনলোড করা যাবে যেভাবে

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:০০ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুদকের সক্ষমতার অভাবে, দুর্নীতি দমন আশানুরুপ হচ্ছে না বলে মনে করেন আফসান চৌধুরী

কেএম নাহিদ : দুর্নীতি দমন কমিশনের কাঠামোগত সমস্যার কারণে দুর্নীতি দমন করা সম্ভব হচ্ছে না বলে মনে করেন লেখক ও গবেষক আফসান চৌধুরী। সোমবার ডিবিসি টেলিভিশনের সংবাদ সম্প্রসারণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আফসান চৌধুরী বলেন,আমি ২০১৪ সালে দুর্নীতি জরিপের ওপর একটি গবেষণা করেছিলাম। তাতে দেখা গেছে দুর্নীতি দমন কমিশন যে কাঠামোতে কাজ করে দুর্নীতি দমন করছে, তাতে তাদের কি সেই সক্ষমতা আছে কিনা সে প্রশ্ন উঠে আসে। তিনি বলেন, বর্তমান দুর্নীতি কমিশনে দিয়ে দুর্নীতি কমানো সম্ভব না, তাদের ওই জরিপে এ রকম তথ্য পাওয়া গেছে।

আফসান চৌধুরী বলেন, আমরা একটা বড় তালিকা দেখেছি কারা কারা দুর্নীতি করেছে, তাতে দেখাগেছে মিটার রিডার ইত্যাদি, সহ বিভিন্ন ক্যাটাগরির লোকজন। তিনি বলেন, কোন বড় দুর্নীতিবাজরা ধরা পরেনি আজ পর্যন্ত। যেখানে নিয়ম কানুন আছে যারা বেশি দুর্নীতি করেছে। তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে হলে অনুমতি নিতে হবে, তাতে আমার মনে সংসয় জাগে, দুনীতি দমন কতোটা বাস্তব হবে, কতোটা দুর্নীতি দমন হবে।

তিনি বলেন, আমাদের অর্থনৈতিক প্রশাসনিক যে কাঠামো সেটা যদি দুর্নীতিগ্রস্থ হয় তাহলে দক্ষতা অর্জন করা যাবে না। এটা আমাদের রাষ্ট্রীয় সমস্যা, রাষ্ট্র কতোটা সুচারুভাবে তার দায়িত্ব পালন করতে পারে। তারা দু একটা দুর্নীতিবাজ ধরলো কিছুদিন হৈচৈ করলো এতে কোন সিস্টেমের ওপর চাপ পড়বে না।

তিনি বলেন, আমাদের দুর্নীতি কমিশনের উচিত হবে প্রশাসনের সব সেক্টরে একসাথে দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনা না করে। কয়েকটি মডেল মন্ত্রণালয় নিয়ে কাজ করলে আস্তে আস্তে দুর্নীতি রোধ করা সম্ভব বলে আমি মনে করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়