স্পোর্টস ডেস্ক: আক্রমণ, প্রতিআক্রমণের উত্তেজনা থাকলেও কোনো দলই প্রতিপক্ষ গোলরক্ষককে তেমন কোনো পরীক্ষা নিতে পারেনি। তবে লাভ হয়েছে লিভারপুলের। ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে ড্র করে লিগে শীর্ষে ফিরেছে ইয়ুর্গেন ক্লপের দল।
ওল্ড ট্র্যাফোর্ডে রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ২৭ ম্যাচে ২০ জয় ও ছয় ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে লিভারপুল। ৫২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ইউনাইটেড।
অষ্টম মিনিটে আন্দের এররেরার বাড়ানো বলে মার্কাস র্যাশফোর্ডের শট একজনের গায়ে লেগে আলিসনের গ্লাভসে জমে গেলে ইউনাইটেডের সুযোগ নষ্ট হয়। অষ্টাদশ মিনিটে লিভারপুলের মোহামেদ সালাহর ফ্রি কিক ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়।
২৫তম মিনিটে হুয়ান মাতাকে তুলে নিয়ে জেসে লিনগার্ডকে নামান ইউনাইটেড কোচ উলে গুনার সুলশার। ৩১তম মিনিটে চোট পাওয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবের্ত ফিরমিনোর বদলি হিসেবে ড্যানিয়েল স্টারিজকে নামান লিভারপুল কোচ।
৪২তম মিনিটে লিনগার্ড দারুণ সুযোগ কাজে লাগাতে পারেননি আলিসনের দৃঢ়তায়। পল পগবার আড়াআড়ি পাস ধরে রোমেলু লুকাকুর বাড়ানো বল ডি-বক্সের মধ্যে পেয়েও ইংল্যান্ডের এই মিডফিল্ডার ঠিকঠাক শট নিতে পারেননি। ঝাঁপিয়ে পড়ে দলকে বিপদমুক্ত করেন লিভারপুল গোলরক্ষক।
প্রথমার্ধের শেষ দিকে চোট পাওয়া লিনগার্ডকে তুলে নিয়ে বেলজিয়ামের ফরোয়ার্ড আলেক্সিস সানচেসকে নামান ইউনাইটেড কোচ।
দ্বিতীয়ার্ধেও দুই দলের আক্রমণে ছিল না ধার। ৭৯তম মিনিটে সতীর্থের ফ্রি-কিকের পর ইউনাইটেডের লুক শয়ের শট লিভারপুলের জোয়েল মাতিপের পায়ে লেগে জালে জড়ালেও অফসাইডের কারণে আত্মঘাতী গোল গোল হয়নি।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ডান দিক থেকে ইউনাইটেডের লুকাকুর বাড়ানো ক্রস দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যাওয়ার আগে ক্রিস স্মলিং দরকারি টোকা দিতে ব্যর্থ হলে ড্রয়ে শেষ হয় ম্যাচ।
লিগের প্রথম পর্বে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ৩-১ গোলে হেরেছিল ইউনাইটেড।
রোববার অন্য ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে সাউথ্যাম্পটনকে ২-০ গোলে হারানো আর্সেনাল ২৭ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে।
২৭ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে ম্যানচেস্টার সিটি। ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে টটেনহ্যাম হটস্পার। - বিডি নিউজ২৪
আপনার মতামত লিখুন :