শিরোনাম
◈ ব্যাংককে ইউনূস- মোদির বৈঠক কাল ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে : প্রধান উপদেষ্টা ◈ ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ শুরু, কঠোর সমালোচনায় বিশ্ব নেতারা ◈ ট্রাম্পের শুল্কারোপ: রেকর্ড উচ্চতা থেকে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ◈ অসহযোগ আন্দোলনের ডাক এসএসসি পরীক্ষা পেছানোর দাবিতে, চূড়ান্ত সিদ্ধান্ত জানালো বোর্ড ◈ জুলাই গণহত্যার বিচার বানচালে অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে: তাজুল ইসলাম ◈ বিমসটেক সম্মেলন: নৈশভোজের টেবিলে ইউনূস-মোদি পাশাপাশি ◈ খালেদা জিয়ার মতো ‘কম্পিটেন্ট পলিটিশিয়ান’ এদেশে আসে নাই: ফাহাম আবদুস সালাম ◈ বাংলাদেশি ভেবে বিএসএফের গুলি, ভারতীয় চোরাকারবারির মৃত্যু ◈ তরুণদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে : প্রধান উপদেষ্টা 

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩৪ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিয়ার প্রতিষ্ঠিতব্য সেফ জোন তুরস্কের নিয়ন্ত্রণে থাকতে হবে, বললেন এরদোগান

আব্দুর রাজ্জাক : সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণার পর থেকেই সেখানে একটি নিরাপদ অঞ্চল গড়ার ব্যাপারে দফায় দফায় আলোচনা করছে তুরস্ক ও যুক্তরাষ্ট্র। সিরিয়ার তুর্কি সীমান্তবর্তী এলাকায় মার্কিন সমর্থিত সশস্ত্র যোদ্ধাদের রক্ষায় এই নিরাপদ অঞ্চল গঠিত হবে, তবে এটি আঙ্কারার নিয়ন্ত্রণে থাকতে হবে বলে শনিবার জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আনাদোলু এজেন্সি, ইয়েনি সাফাক, প্রেস টিভি

গত ডিসেম্বরে সিরিয়া থেকে ২ হাজার মার্কিন সৈন্য প্রত্যাহার করার নির্দেশ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নির্দেশনার পরই খোদ মার্কিন সামরিক বিভাগ ও মিত্রদের থেকে সমালোচনার ঝড় বয়ে যায়।

সিরিয়া থেকে মার্কিন সৈন্য চলে যাওয়ার খবর সবচেয়ে বেশি উদ্বিগ্ন করেছে পশ্চিমা সমর্থিত বিদ্রোহীদের। তার অন্যতম কুর্দি সমর্থিত যোদ্ধা সংগঠন ওয়াইপিজিসহ অন্যন্যরা ট্রাম্পের নির্দেশনার পর নিরাপত্তা দাবি জানিয়েছে। কেননা, তুরস্ক তাদের সন্ত্রাসী মনে করে এবং যে কোন মূহুর্তে ওয়াইপিজি ও কুর্দিদের বিরুদ্ধে অভিযান চালাতে প্রস্তুতি নিয়ে রেখেছে।

তুরস্কের এমন অবস্থানের কারণে ট্রাম্প এরদোগানের সঙ্গে একটি নিরাপদ এলাকা গঠনের কথা বললে তিনি রাজি হন এবং তা আঙ্কারার নিয়ন্ত্রণেই থাকতে হবে বলে জানান।

এরদোগান বলেন, ‘আমরাই সীমান্তে সবচেয়ে বেশি বন্দুক হামলার শিকার হয়েছি। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার অধিকার সকলের রয়েছে তাই আফ্রিন, আল-বাবা ও জারাবুলাস প্রদেশের মতো টেকসই নিরাপদ অঞ্চলের জন্য এর নিয়ন্ত্রণ আঙ্কারার হাতেই থাকতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়