শিরোনাম
◈ হাসিনার গড়া ট্রাইব্যুনালের কাঠগড়ায় তার সরকারের মন্ত্রীরা ◈ নেপাল বাংলাদেশকে আরো জলবিদ্যুৎ দিতে আগ্রহী : পরিবেশ উপদেষ্টা ◈ ট্রেনে আন্দোলনরত শিক্ষার্থীদের ঢিল, শিশুসহ অনেকে আহত ◈ মণিপুরে পুলিশের গুলিতে বিক্ষোভকারীর মৃত্যু, বিজেপি-কংগ্রেস পার্টি অফিসে আগুন ◈ ১১টি ব্যাংক মিলে ইসলামী ব্যাংকের সমান হবে না : গভর্নর ◈ ইউনূসের ভাষণে নেই নির্বাচন নিয়ে ইঙ্গিত; আশাহত বিএনপি (ভিডিও) ◈ বাজার নিয়ন্ত্রনে শুরু হলো ভারত থেকে চাল আমদানি ◈ গাজীপুরে পোশাকশ্রমিক-এলাকাবাসীর পাল্টাপাল্টি ধাওয়া, কারখানায় আগুন ◈ তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক-রেলপথ অবরোধ শিক্ষার্থীদের (ভিডিও) ◈ নিঝুম মজুমদারকে হারপিক দেখানো নিয়ে যা জানালেন সাইয়েদ আব্দুল্লাহ(ভিডিও)

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৪০ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৪০ টাকা বেতনে সরকারি ইংরেজি স্কুল খুলল পশ্চিমবাংলায়, চালু হবে আরো ১’শটি

রাশিদ রিয়াজ : পথ চলতে শুরু করল ভারতের পশ্চিমবাংলা রাজ্য সরকারের প্রথম ইংরেজি মাধ্যম স্কুল। শনিবার বেহালার সৌরীন্দ্রনাথ বিদ্যাপীঠের দরজা খুলল শিক্ষার্থীদের জন্যে। আগামী দিনে এই ধরনের আরও ১’শটি স্কুল চালু করবে রাজ্য সরকার। বাংলার মতো ২৪০ টাকা বেতনেই ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হবে। টাইমস অব ইন্ডিয়া

এদিকে ভারতের শিক্ষা ব্যবস্থায় বেসরকারি স্কুলের দাপটের জন্য বিগত বামফ্রন্ট সরকারকে দায়ী করেছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘তৎকালীন সরকার সর্বনাশ করেছে। মাতৃভাষাকে মাতৃদুগ্ধ বলে স্কুলে ইংরেজি শিক্ষাকে পুরোপুরি বাদ দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শিক্ষা ব্যবস্থাকে নতুন রূপ দিতে বদ্ধপরিকর। সেই পদক্ষেপ হিসেবেই ইংরেজি মাধ্যম সরকারি স্কুল চালু করা হচ্ছে। তিনি আরো বলেন, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে ভর্তির সময় পরিবারের আয় কত তা জানতে চাওয়া হয়। আমরা গরিব হতে পারি কিন্তু মেধার সঙ্গে আপস করতে পারি না।

কয়েকমাস আগে পশ্চিমবাংলার স্কুলশিক্ষা দপ্তর সিদ্ধান্ত নেয় সরকারি বাংলা মাধ্যমের মতো ইংরেজি মাধ্যম স্কুল চালু করা হবে। বেহালার সৌরীন্দ্রনাথ বিদ্যাপীঠে নার্সারি ও প্রথম শ্রেণিতে ৮০ জন করে মোট ১৬০ জন ছাত্রছাত্রী পড়াশুনা শুরু করবে। বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষকরা ক্লাস করাবেন এখানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়