খায়রুল আলম : স্থপতি ও নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেছেন, চকবাজের আগুন লাগার ঘটনাটি নিমতলীর আগুন লাগার বেপক পুনরাবৃত্তি। প্রতিবছর নীমতলী দিবস পালন করা সত্ত্বেও এ পুনরাবৃত্তি হওয়ার একমাত্র কারণ এ বিষয়ে প্রতিকারের জন্য নিষ্ক্রিয়তা ও অনেক সিদ্ধান্ত নেয়ার পরেও বাস্তবায়ন না করা। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যারা নীমতলী ও চকবাজারের ভিকটিম তারা লোভী, কাপুরুষ ব্যাবসায়ীদের শিকার। যার ফলে এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা আমরা দেখতে হয়েছে। ঘটনাটির কারণে আমি বিব্রত, তবু বলি এটি অবহেলা জনিত ও নিষ্ক্রিয়তা জনিত হত্যাকা- হিসেবে দেখি। নিষ্ক্রিয়তা ও অবহেলার দায় আপনি, আমি কেউ এড়াতে পারবো না। আমাদের সার্বিক এবং সামষ্টিক নিষ্ক্রিয়তা, নির্লিপ্ততা ও অবহেলা জনিত সামাজিক হত্যাকা-ের শিকার হয়েছে এ মানুষগুলো। সেখানে রাস্তা সরু, একই জাগায় পাঁচ-ছয় জাতের রাসায়নিক পদার্থের গোদাম। দাহ্যপদার্থের উপর ভিত্তি করে শিল্প-বাণিজ্য। একই সঙ্গে বসবাস। এটি যে অন্যায়, আইনের বিপরীধ ধারা, এটি দেখবাল করার জন্য সরকারের অনেকগুলো সংস্থা রয়েছে। রাজনৈতিক দল থেকে নির্বাচিত এমপি আছেন, নির্বাচিত মেয়র আছেন। নীমতলীর ঘটনার পরেই একই সরকার থাকা অবস্থায় আমরা কিছুই পরিবর্তন করতে না পারাটা আমাদের এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে দুঃখজনক আগের ঘটনার পরে যেসকল কথা বলেছিলেন, এমপি, মন্ত্রী, মেয়র তারই পুনরাবৃত্তি করতে দেখছি এখন। কঠোর পদক্ষেপ নিভেন তারা। কিন্তু কঠোর পদক্ষেপ প্রকৃতি নিয়েছে, সময় নিয়েছে ৭০টি হত্যাকা-ের মধ্য দিয়ে। কিন্তু আমাদের প্রশাসন কোনো কঠোর পদক্ষেপ নিতে পারেনি। ভবিষ্যতেও যদি এটির কোনো সুব্যবস্থা নেয়া না হয়, তাহল এ মৃত্যুর মিছিল বেরেই চলবে, কমার কোনো সুযোগ থাকবে না।
আপনার মতামত লিখুন :