শিরোনাম
◈ পাকিস্তান দলের দরজা সবসময় খোলা ফখর জামানের জন্য ◈ শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য ব্যবসায়ীকে হত্যা, দুই আসামি কারাগারে   ◈ থানা হবে নগরবাসীর জন্য পুলিশের সার্ভিস সেন্টার- নবনিযুক্ত  ডিএমপি কমিশনার ◈ হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনার সুযোগ রয়েছে ◈ আজ ঢাকায় আসছেন মার্কিন শ্রম প্রতিনিধি দল ◈ গুমের অভিযোগে ২৪ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ ◈ ভারতীয় প্রতিষ্ঠান কাছ থেকে ৫০ হাজার টন চাল আমদানি করবে সরকার ◈ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি থাকবে যতদিন ◈ বাংলাদেশে মানবাধিকার সমুন্নত দেখতে চায় যুক্তরাষ্ট্র ◈ ১৮ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:২৫ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শি-সালমান বৈঠকে ১ হাজার কোটি ডলারের চুক্তি, প্রাধান্য পেয়েছে কৌশলগত স¤পর্কের আলোচনা

নূর মাজিদ : দুই দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিনে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশগুলোর সঙ্গে সৌদি আরবের অর্থনৈতিক এবং কৌশলগত স¤পর্ক মজবুত করাই তার এই সফরের মুল লক্ষ্য। যা শি জিনপিংয়ের সঙ্গে অনুষ্ঠিত গতকাল শুক্রবারের বৈঠকেও প্রতিফলিত হয়েছে। এদিন সৌদি যুবরাজের সফরসঙ্গী হিসেবে আসা দেশটির রাষ্ট্রীয় তেল কো¤পানি আরামকো চীনের সঙ্গে ১ হাজার কোটি ডলারের একটি তেল পরিশোধনাগার স্থাপনের চুক্তি করেছে। তবে, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে উভয় দেশের মাঝে বৈশ্বিক সন্ত্রাসবাদ দমনে উভয়পক্ষের মাঝে কৌশলগত সামরিক সহায়তা বাড়ানোর আলোচনা বেশি গুরুত্ব পেয়েছে। ইয়ন নিউজ, দ্য ন্যাশনাল

মূলত, এশিয়া সফরের তৃতীয় ধাপে বিন সালমান চীন সফর করছেন। এর মাধ্যমেই শেষ হচ্ছে তার এশিয়া সফর। বৈঠকে শি জিনপিং বলেন, চীন সৌদি আরবের ঘনিষ্ঠ বন্ধু। চীন যখন মধ্যপ্রাচ্যে নিজেদের উপস্থিতি বৃদ্ধি করতে চাইছে তখন সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ স¤পর্ক স্থাপনে শি জিনপিংয়ের এমন বক্তব্যকে গুরুত্ব দেয় পশ্চিমা গণমাধ্যম।

এসময় শি বলেন, আমাদের দুই দেশের মাঝে একটি বিশেষ স¤পর্ক রয়েছে। উত্তরে বিন সালমান জানান, সূদূর অতীত থেকেই আমাদের দুই দেশের মাঝে স¤পর্কের ভিত্তি রয়েছে। তিনি বলেন, শত শত বা হাজার বছর ধরে চীনের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের স¤পর্ক রয়েছে। এই দীর্ঘ সময়ের মাঝে আমাদেরকে একবারও অভিযোগ করার কোন সুযোগ দেয়নি চীন।

এসব কথার মধ্যে দিয়ে সৌদি যুবরাজ প্রাচীন ইসলামি সভ্যতা ও চীনের রাজবংশগুলোর মাঝের ঐতিহাসিক বানিজ্যিক ও কূটনৈতিক স¤পর্কের প্রেক্ষাপট বুঝিয়েছেন।

অন্যদিকে শি জিনপিং বলেন, বৈশ্বিক সন্ত্রাসবাদ এবং উগ্রবাদের সম্প্রসারণ মোকাবেলায় উভয় দেশকে নিজেদের মাঝে কৌশলগত সামরিক স¤পর্ক বৃদ্ধি করতে হবে। এই বৈঠকে শি- জিনপিং এবং বিন সালমানের বৈঠকে চীনের জিনজিয়াং রাজ্যে মুসলিম উইঘুরদের প্রতি নির্যাতনের বিষয়টি একবারও আলোচিত হয়নি। ফলে, চীনের আহব্বানে সাড়া দিয়ে সৌদি আরব দেশটির সঙ্গে সামরিক স¤পর্ক বাড়াতে আগ্রহী তা ¯পষ্ট হয়ে ওঠে। ইতোপূর্বে শুক্রবার চীনের পল্যিটব্যুরোর উপমন্ত্রী হান ঝেং এর সঙ্গে বৈঠকেও এই ইঙ্গিত পাওয়া যায়। বিন সালমানের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, উভয়দেশই সন্ত্রাসবাদ মোকাবেলায় পর¯প¯েপর সঙ্গে অভিজ্ঞতা ও সামরিক সহায়তা বিনিময়ের সিদ্ধান্ত নিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়