শিরোনাম

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:২৪ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিদ্ধ ডিম হয়ে গেলো গোলাপি, কুসুম হলুদ!

ফাহিম বিজয় : একসঙ্গে চারটি ডিম সিদ্ধ করেছিলেন শ্রাবণী। কিন্তু ভাঙার পর দেখা যায় একটি ডিম গোলাপি রঙ ধারণ করেছে। আর সেটির কুসুমের রং হলুদ। আনন্দবাজার পত্রিকা।

ভারতের পশ্চিমবঙ্গে কাটোয়ার ভূতনাথতলায় এ ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে ডিমগুলো সিদ্ধ করেছিলেন শ্রাবণী নামের এক নারী। তিনি জানান, ডিমটা সিদ্ধ করার পরে খোলা ছাড়াতেই দুর্গন্ধযুক্ত গোলাপি আস্তরণ বেরিয়ে আসে। শুক্রবার সেটি প্রাণিসম্পদ দফতরে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

শ্রাবণীদেবীর ছেলে কৌশিক রায় জানান, কুসুমটা হলুদ। কিন্তু গোলাপি শক্ত অংশটা প্লাস্টিকের মতো মনে হচ্ছে। স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তা তপন দে বলেন, তারা ডিম পরীক্ষা করতে এনেছিলেন। পরীক্ষার পরেই এ বিষয়ে বলা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়