আশরাফুল নয়ন: কালের বিবর্তনে মানুষ এখন ভাষা, শহীদ ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি আগ্রহ বেড়েছে মন্তব্য করে করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
তিনি বলেছেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নাই সেখানে শহীদ মিনার স্থাপন করা হবে। ইতোমধ্যে ওইসব শিক্ষা প্রতিষ্ঠানে চিঠি দেওয়া হয়েছে শহীদ মিনার নির্মাণ করার জন্য। তবে প্রতিষ্ঠানের আর্থিক দূর্বলা থাকেল প্রয়োজনে টিআর (গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্প) থেকে প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শহীদ মিনার তৈরি করা হবে।
শনিবার দুপুর দেড়টায় নিয়ামতপুর উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
খাদ্যমন্ত্রী আরো বলেন, এখন ছোট বাচ্চারা শহীদ মিনার, একুশে ফেব্রুয়ারি ও মুক্তিযোদ্ধা কি তা তারা জানতে শিখেছে। আর সে লক্ষ্যে উপজেলা চত্বরে শহীদ মিনার নির্মাণ করা হচ্ছে।
পরে নিয়ামতপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী ঈশ্বর চন্দ্র বর্মন এর সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে ক্ষুদ্র-নৃতাত্বিক জনগোষ্ঠীর সংবর্ধনা সভায় যোগদান করেন খাদ্যমন্ত্রী। সম্পাদনা : মুরাদ হাসান
আপনার মতামত লিখুন :