রুহুল আমিন : তথ্যমন্ত্রী বলেন, চকবাজারে আগুনের সাথে গণতন্ত্রের কি সম্পর্ক আছে আমি জানি না। এই বক্তব্যের মাধ মে ফখরুল সাহেব তাহলে প্রকারন্তের এটিই বলেছেন যে, এই অগ্নিকাÐের সাথে তাদের সংশ্লিষ্টতা আছে। কারণ গণতন্ত্র নেই বিধায় তারা মানুষের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ করেছে। গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে ৫'শর বেশি মানুষকে তারা পেট্রোলবোমা নিক্ষেপ করে হত্যা করেছে। সাড়ে তিন হাজার মানুষকে আগুনে ঝলসে দিয়েছে। মির্জা ফখরুল সম্পর্কে নিজের উচ্চ ধারণা ছিল উল্লেখ করে হাসান মাহমুদ বলেন, ফখরুল সাহেব সম্পর্কে আমার ধারণাটা অনেক উচ্চ ছিল। কিন্তু ইদনীং দেখা যাচ্ছে, তিনি প্রচণ্ড অবান্তর কথা বলছেন। গণতন্ত্র নেই বলে চকবাজারে আগুন লেগেছে এটি কি রকম দায়িত্বহীন কথা এটা আর বলার অপেক্ষা রাখে না। সময় টিভি
অবান্তর কথা না বলার আহŸান জানিয়ে মন্ত্রী বলেন, আমি ফখরুল সাহেবকে বলবো, এধরনের অবান্তর কথা না বলে পার্শ্ববর্তী দেশগুলো থেকে শিক্ষা নিন। ভারতে জঙ্গি হামলায় ৫২ নিরাপত্তা কর্মী নিহত হওয়ার ঘটনায় সকল বিরোধী দল যেভাবে সরকারকে সহযোগিতা করছে তা থেকে শিক্ষা নেয়ার পরামর্শ দেন হাসান মাহমুদ। আরো বলেন, চকবাজারের নিহত হওয়ার ঘটনায় পারলে একসাথে কাজ করেন।
তিনি আরো বলেন, এই সময়ে তাদের (বিএনপির) উচিত ছিল জাতীয় ঐক্য প্রদর্শন করা। একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তাদের সেটিই করা উচিত ছিল। সেটি না করে যেকোনো ঘটনার মধ্যে রাজনীতি নিয়ে আসা সমীচীন নয়। সেটা না করে তিনি (মির্জা ফখরুল) বরং তাদের সংশ্লিষ্ঠতার ইঙ্গিত দিচ্ছেন। হাসান মাহমুদ বলেন, আমি তাদের বলবো যে, এ ধরনের অবান্তর কথা না বলে জাতীয় ঐক্য এবং সংহতির স্বার্থে আসুন সবাই মিলে যারা নিহত ও আহত হয়েছে তাদের পরিবারের পাশে দাঁড়াই।