শিরোনাম
◈ রাষ্ট্রদূত হলেন সদ্য সাবেক আইজিপি ময়নুল ◈ চট্টগ্রামে আইনজীবী হত্যার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশে আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলো ভারত সরকার ◈ ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ, এবার হেরে গেলো ওয়েস্ট ইন্ডিজের কাছে ◈ বাংলাদেশ- আয়ারল্যান্ডের প্রথম ওয়ানডে বুধবার, আধুনিকতার ছোঁয়ায় উন্মোচিত হলো ট্রফি ◈ অনেকেই মনে করছেন ভারতের সঙ্গে সাম্প্রতিক দূরত্বের কারণে আইপিএল নিলামে উপেক্ষিত বাংলাদেশিরা ◈ আলিফকে দলীয় কর্মী দাবি করে জামায়াত আমিরের নিন্দা, সবাইকে ধৈর্য ধরার আহ্বান ◈ দেশের বাজারে আবারও ভরিতে সোনার দাম কমল ২৮২৩ টাকা ◈ যে কোন মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখব : তারেক রহমান ◈ বিএনপির মতবিনিময় সভায় ছাত্রলীগকে গণধোলাই দিতে বলা সেই ওসিকে বদলি

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪৮ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছোট সানিনের লালায় শনাক্ত হবে মায়ের লাশ!

ফাহিম বিজয় : আগেভাগেই সিআইডির অ্যাসিস্ট্যান্ট ডিএনএ অ্যানালিস্ট নুসরাত গণমাধ্যম কর্মীদের বলে দেন এখন সানিনের (৫) লালার নমুনা সংগ্রহ করা হবে। আপনারা যারা ফুটেজ নিতে চান বাহির থেকে নিতে পারবেন। এর মধ্যেই সানিনকে কোলে নিয়ে তার মামা ইসরাফিল সিআইডির নমুনা সংগ্রহ ডেস্ক এসেছেন। তখন সবার চোখ সানিনের দিকে। এত লোকের ভিড়ে সানিন প্রথমে কিছুটা ভয় পেয়ে যায়। বার্তা২৪.কম

সানিনকে ভয় পেতে দেখে সিআইডির অ্যাসিস্ট্যান্ট ডিএনএ অ্যানালিস্ট নুসরাত বলেন, মা তুমি ভয় পেয়ো না। তোমাকে ব্যথা দেব না। শুধু তোমার মুখ থেকে অল্প লালা নেব। নুসরাতের কথা শুনে সানিন মায়ের মরদেহ শনাক্তকরণের হা করে লালা দেয়ার জন্য। এ সময় সানিনের মুখ হা করার দৃশ্য দেখে গণমাধ্যমকর্মীসহ অনেকেই কেঁদে ফেলেন। দুই দফায় সানিনের মুখ থেকে লালা সংগ্রহ করে সিআইডি।

পরে এই লালা দিয়ে ডিএনএ টেস্টের মাধ্যমে সানিনের মা বিবি হালিমার মরদেহ শনাক্তকরণ করবে সিআইডি। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) ঢামেকের মর্গে সামনে সিআইডির ডিএনএ টেস্টের নমুনা সংগ্রহের ডেস্কের এই হৃদয় বিদারক দৃশ্য দেখা যায়। রাজধানীর চকবাজারের আগুনের ঘটনায় বিবি ফাতেমা ওরুফে সানিনের মা বিবি হালিমা উরুফে শীলা (২২) নিখোঁজ রয়েছেন। পরিবারের সন্দেহ, বিবি হালিমা অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন। তাই শীলার মরদেহ খুঁজে পেতে পাঁচ বছরের শিশুকন্যা সানিনকে নিয়ে মর্গে এসেছেন তার স্বামী মোঃ সুমন রহমান। সুমন-শীলা দম্পতির বিবি ফাতেমা নামে পাঁচ মাসের আরেকটি শিশু বাচ্চা রয়েছে।

মোঃ সুমন রহমান বলেন, ওয়াহিদ ম্যানশনের সামনে একটি ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়ে শীলা আর ফিরে আসনি। তাই মর্গে এসে ডিএনএ টেস্টের জন্য নমুনা দিলাম। এ সময় তিনি বার বার কান্নায় ভেঙে পড়ে বলেন, আমার এই দুই শিশুর কী হবে। তাদের মাকে আমি এখন কোথা থেকে এনে দেবো!

সানিনের মামা ইসরাফিল বলেন, ঢামেকে আসার পর সানিন আস্তে আস্তে আমাকে বলে, মামা আজ কিন্তু মাকে নিয়ে বাসায় যাবো। মাকে ছাড়া আজ বাসায় যাবো না। তিনি বলেন, ছোট ৫ মাসের বাবুটাও সারাক্ষণ কান্নাকাটি করছে। তার খালামনির কাছে ওকে রেখে এসেছি। তিনি আরো বলেন, ‘বোনের লাশ এখনো সনাক্ত করতে পারিনি। ডিএনএ টেস্ট নিয়েছে। ডিএনএ টেস্টের রেজাল্ট আসলে বোনের লাশ সনাক্ত হবে। সিআইডি সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত নমুনা সংগ্রহের জন্য ১৪ জনের তালিকা করা হয়েছে, যাদের মধ্যে ১৩ জনের নমুনা সংগ্রহের কাজ সম্পূর্ণ হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়