রুহুল আমিন : অধ্যাপক ড: অরূপ রতন চৌধুরী বলেছেন, ২১শে ফেব্রুয়ারি আসলেই মনে হয় বাংলা ভাষা সর্বস্তরে চালু করতে হবে অন্য সময় বাংলা ভাষার কথা মনে থাকে না। আমাদের বড় অর্জন আমরা বাংলা ভাষার আন্তজার্তিক স্বীকৃতি পেয়েছি। এর চেয়ে বড় অর্জন আর নেই। আমরা শুধু বাংলা ভাষার স্বীকৃতি পেয়েছি, সর্বস্তরে চালু করতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা।
তিনি শুক্রবার ইনডিপেন্ডেন্ট টেলিভিনের আজকের বাংলাদেশে আরো বলেন, আমাদের প্রধান বিচারপতিও বলেছেন, ইংরেজীর পাশাপাশি বাংলা ভাষাও যাতে সর্বস্তরে চালু করা যায় সেই উদ্যোগ আমাদের নিতে হবে। কিন্তু প্রচলনটা কতটুকু করতে পেরেছি সেটা প্রশ্ন থেকেই যাই।
তিনি আরো বলেন, আমি প্রেসক্রিপশন বাংলা ভাষাই লেখি কিন্তু সবাই তো লেখেনা। যদি সরকারি ভাবে উদ্যোগ নেওয়া হয় তাহলে তো সবাই লেখতে বাধ্য হবে। ডিজিটাল মিডিয়া ও ইন্টরনেট সুবিধার কারণে প্রত্যেকটা সেক্টর উন্নত হচ্ছে কিন্তু বাংলা ভাষাকে আমরা উন্নত করছি না। বাংলা ভাষার প্রত্যেকটি সেক্টরে চালু হলে শহীদদের আত্মাও শান্তি পাবে।
আপনার মতামত লিখুন :