শিরোনাম
◈ সাকিব-তামিম চাইলে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পারবেন: বিসিবি সভাপতি ◈ নারী এশিয়া কাপের ফাইনালে রোববার ভারত ও বাংলাদেশ মুখোমুখি ◈ ঢাকা মেট্রোকে হারিয়ে এনসিএল ক্রিকেটের ফাইনালে রংপুর বিভাগ ◈ আইসিসির কাছে বিশপের সুপারিশ, শামীম-জাকেরকে ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দেয়া হোক  ◈ ‘জনশক্তি’ নামে কোনো রাজনৈতিক দল গঠনের আলোচনা হয়নি, জানালো জাতীয় নাগরিক কমিটি ◈ সাড়ে চার মাসে সাবেক সচিব, অতিরিক্ত সচিব, উপসচিবসহ ১২ জন গ্রেপ্তার ◈ হাসিনার ফেরিওয়ালা যখন প্রিয়াঙ্কা ◈ সমাজের উচ্চ পর্যায়ের যারা দুর্ঘটনা ঘটায় তাদের বিচার হয় না: উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ ◈ সন্দেহজনকভাবে অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল বিমানবন্দরে গ্রেপ্তার

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:১৩ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোরআনের ১১৪টি সূরার নামের বাংলা অর্থ

আমেনা বেগম বিউটি : ইসলাম ধর্মের শাশ্বত ধর্মগ্রন্থ- আল কোরআন। এতে সর্বমোট ১১৪টি সূরা রয়েছে। যার আয়াত সংখ্যা মতান্তরে ৬,৬৬৬ টি। এটি মূল আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে। আসুন জেনে নিই, পবিত্র কোরআনে উল্লেখিত ১১৪টি সূরার নামের বাংলা অর্থ: ১। আল- ফাতিহা (সূচনা) ২। আল-বাকারা (বকনা-বাছুর) ৩। আল-ইমরান (ইমরানের পরিবার) ৪। নিসা (নারী) ৫। আল-মায়িদাহ (খাদ্য পরিবেশিত টেবিল) ৬। আল-আনাম (গৃহপালিত পশু) ৭। আল-আরাফ (উঁচু স্থানসমূহ) ৮। আল-আনফাল (যুদ্ধে-লব্ধ ধনসম্পদ) ৯। আত-তাওবাহ (অনুশোচনা) ১০। ইউনুস (একজন নবী) ১১। হুদ (একজন নবী) ১২। ইউসুফ (একজন নবী) ১৩। আর-রাদ (বজ্রনাদ) ১৪। ইবরাহীম (একজন নবী) ১৫। আল-হিজর (পাথুরে পাহাড়)

১৬। আন-নাহল (মৌমাছি) ১৭। বনি ইসরাইল (ইহুদি জাতি) ১৮। আল-কাহফ (গুহা) ১৯। মারিয়াম (নবী ঈসা (আঃ)-এর মা) ২০। ত্বহা (ত্বা হা) ২১। আল-আম্বিয়া (নবীগণ) ২২। আল-হাজ (হজ) ২৩। আল-মুমিনুন (মুমিনগণ) ২৪। আন-নূর (আলো) ২৫। আল-ফুরকান (সত্য মিথ্যার পার্থক্য নির্ধারণকারী গ্রন্থ) ২৬। আশ-শুআরা (কবিগণ) ২৭। আন-নমল (পিপীলিকা) ২৮। আল-কাসাস (কাহিনী) ২৯। আল-আনকাবুত (মাকড়সা)৩০। আল-রূম (রোমান জাতি) ৩১। লুকমান (একজন জ্ঞানী ব্যাক্তি) ৩২। আস-সাজদাহ (সিজদা) ৩৩। আল-আহযাব (জোট) ৩৪। আস-সাবা (রাণী সাবা/শেবা) ৩৫। আল-ফাতির (আদি ¯্রষ্টা) ৩৬। ইয়াসিন (ইয়াসিন) ৩৭। আস-সাফফাত (সারিবদ্ধভাবে দাড়ানো) ৩৮। সোয়াদ (আরবি বর্ণ) ৩৯। আয-যুমার (দলবদ্ধ জনতা) ৪০। আল-মুমিন (বিশ্বাসী) ৪১। হামিম সাজদাহ (সুস্পষ্ট বিবরণ) ৪২। আশ-শূরা (পরামর্শ) ৪৩। আয-যুখরুফ (সোনাদানা) ৪৪। আদ-দুখান (ধোয়া) ৪৫। আল-জায়িয়াহ (নতজানু) ৪৬। আল-আহকাফ (বালুর পাহাড়) ৪৭। মুহাম্মদ (নবী মুহাম্মদ সা.) ৪৮। আল-ফাতহ (বিজয়) ৪৯। আল-হুজুরাত (বাসগৃহসমূহ) ৫০। ক্বাফ (আরবি বর্ণ)

৫১। আয-যারিয়াত (বিক্ষেপকারী বাতাস) ৫২। আত-তুর (একটি পাহাড়ের নাম) ৫৩। আন-নাজম (তারা) ৫৪। আল-ক্বমর (চন্দ্র) ৫৫। আর-রাহমান (পরম করুণাময়) ৫৬। আল-ওয়াকিয়াহ (নিশ্চিত ঘটনা) ৫৭। আল-হাদিদ (লোহা) ৫৮। আল-মুজাদালাহ (অনুযোগকারিণী) ৫৯। আল-হাশর (সমাবেশ) ৬০। আল-মুমতাহানা (নারী যাকে পরিক্ষা করা হবে) ৬১। আস-সাফ (সারবন্দী সৈন্যদল) ৬২। আল-জুমআ’ (সম্মেলন/শুক্রবার) ৬৩। আল-মুনাফিকুন (কপট বিশ্বাসীগণ) ৬৪। আত-তাগাবুন (মোহ অপসারণ) ৬৫। আত-ত্বালাক (তালাক) ৬৬। আত-তাহরিম (নিষিদ্ধকরণ) ৬৭। আল-মুলক (সার্বভৌম কর্তৃত্ব) ৬৮। আল-ক্বলম (কলম) ৬৯। আল-হাক্কাহ (নিশ্চিত সত্য) ৭০। আল-মাআরিজ (উন্নয়নের সোপান) ৭১। নূহ (একজন নবী) ৭২। আল-জিন (জিন সম্প্রদায়) ৭৩। মুয্যাম্মিল (বস্ত্রাচ্ছাদনকারী) ৭৪। মুদ্দাসসির (পোশাক পরিহিত) ৭৫। আল-কিয়ামাহ (পুণরুত্থান) ৭৬। আল-ইনসান (মানুষ) ৭৭। আল-মুরসালাত (প্রেরিত পুরুষগণ) ৭৮। আন-নাবা (মহা সংবাদ) ৭৯। আন-নাযিয়াত (প্রচেষ্টাকারী) ৮০। আবাসা (তিনি ভ্রুকুটি করলেন)

৮১। আত-তাকবির (অন্ধকারাচ্ছন্ন) ৮২। আল-ইনফিতার (বিদীর্ণ করা) ৮৩। আত-তাতফিক (প্রতারণা করা) ৮৪। আল-ইনশিকাক (খন্ড-বিখন্ডকরণ) ৮৫। আল-বুরুজ (নক্ষত্রপুঞ্জ) ৮৬।আত-তারিক (রাতের আগন্তুক) ৮৭। আল-আলা (সর্বোন্নত) ৮৮। আল-গাশিয়াহ (বিহবলকর ঘটনা) ৮৯। আল-ফজর (ভোরবেলা) ৯০। আল-বালাদ (নগর) ৯১। আশ-শামস (সূর্য) ৯২। আল-লাইল (রাত্রি) ৯৩। আদ-দুহা (পূর্বাহ্নের সুর্যকিরণ) ৯৪। আল-ইনশিরাহ (প্রশস্তকরণ) ৯৫। আত-তীন (ডুমুর) ৯৬। আল-আলাক (রক্তপিণ্ড) ৯৭। আল-ক্বাদর (মহিমান্বিত) ৯৮। আল-বাইয়্যিনাহ (সুস্পষ্ট প্রমাণ) ৯৯। আল-যিলযাল (ভূমিকম্প) ১০০। আল-আদিয়াত (অভিযানকারী) ১০১। আল-কারিয়াহ (মহাসংকট) ১০২। আত-তাকাছুর (প্রাচুর্যের প্রতিযোগিতা) ১০৩। আল-আসর (সময়/কাল) ১০৪। আল-হুমাযাহ (পরনিন্দাকারী) ১০৫। ফীল (হাতি) ১০৬। আল-কুরাইশ (কুরাইশ গোত্র) ১০৭। আল-মাউন (সাহায্য-সহায়তা) ১০৮। আল-কাওসার (প্রাচুর্য) ১০৯। আল-কাফিরূন (অবিশ্বাসীগোষ্ঠী) ১১০। আন-নাসর (স্বর্গীয় সাহায্য) ১১১। লাহাব (জ্বলন্ত অঙ্গার) ১১২। আল-ইখলাস (একত্ব) ১১৩। আল-ফালাক (নিশিভোর) ১১৪। আন-নাস (মানবজাতি)

  • সর্বশেষ
  • জনপ্রিয়