শিরোনাম
◈ দুই মাসে নির্যাতিত ২৯৪ নারী, ধর্ষণের শিকার ৯৬ ◈ জাতিসংঘ মহাসচিবকে নিরাপত্তা দেবে এসএসএফ ◈ তিন মাসে ৩ দেশ সফরে যাবেন ড. ইউনূস ◈ নির্বাচনী প্রচারণায় শেখ হাসিনার প্রতি জোর: ভারত 'অন্তর্ভুক্তিমূলক' নির্বাচনের আহ্বান জানিয়েছে: টেলিগ্রাফের প্রতিবেদন ◈ সরকার সাবেক ৬৪ সচিবের আমলনামা যাচাই করবে ◈ ব্যবসায়ীকে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট ◈ সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের তালিকা হচ্ছে! ◈ ধনী মনে করে বিয়েতে রাজি হওয়ার পর সর্বস্ব লুটে ! ◈ এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফের চ্যাম্পিয়ন হলো ভারত ◈ তামিম ইকবালের অপরাজিত শতকে মোহামেডানের বড় জয় 

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:০৩ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হেরেও অ্যাটলেটিকোকে তাচ্ছিল্য করলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : আগের তিন মৌসুমেই ফাইনালে উঠেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। স্প্যানিশ ক্লাবটি ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়ে এবার টানা চতুর্থ শিরোপার খোঁজ করছেন রোনালদো। কিন্তু চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাতার এই অনুসন্ধান থেমে যেতে পারে শেষ ষোলোর মঞ্চেই। কাল এই মঞ্চের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে ২-০ গোলে হেরেছে রোনালদোর দল জুভেন্টাস। ইতিহাস এরই মধ্যে চোখ রাঙাতে শুরু করেছে রোনালদোকে। চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগে এর আগে জুভেন্টাস যে শেষ চারবার হেরেছে, একবারও কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি।

কিন্তু ওয়ান্ডা মেট্রোপলিতানোয় পর্তুগিজ তারকাকে দেখে এসবের কিছুই বোঝা যায়নি। বরং হারের পরও অ্যাটলেটিকোকে একরকম তাচ্ছিল্যই করেছেন রোনালদো। সেটি বোধ হয় রিয়ালে থাকতে মাদ্রিদের নগর প্রতিদ্বন্দ্বী দলটির বিপক্ষে তার অতীত পারফরম্যান্সের জন্য। ‘মাদ্রিদ ডার্বি’তে সর্বোচ্চ এই গোলদাতা কাল একবার নয় দু-দুবার অ্যাটলেটিকোকে বুঝিয়ে দেন, চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ে তার ধারে কাছেও নেই অ্যাটলেটিকো।

অ্যাটলেটিকোর গোলপোস্ট তাক করে সাতটি শট নিয়েছেন রোনালদো। এর মধ্যে দূরপাল্লার ফ্রি-কিক থেকে একটি শট পোস্টে রাখতে পেরেছিলেন, অ্যাটলেটিকো গোলরক্ষক ওবলাক তাকে হতাশ করেন। হতাশ করেছে অ্যাটলেটিকোর সমর্থকগোষ্ঠী ‘কোলচেনোরোস আল্ট্রাস’রাও। ম্যাচ চলাকালীন ‘ধর্ষক রোনালদো’ দুয়ো শুনেছেন তাদের কাছ থেকে। কিন্তু রোনালদো মুখ বুঁজে থাকার পাত্র নন। হাতের পাঁচটি আঙুল দেখিয়ে জুভ তারকা বুঝিয়ে দেন, পাঁচটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছি তোমরা কয়টি জিতেছ?

ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ার সময় ওয়ান্ডা মেট্রোপলিতানোর মিক্সড জোনেও একই আচরণ করেন রোনালদো। স্টেডিয়াম ছাড়ার সময় হাতের পাঁচ আঙুল দেখিয়ে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বোচ্চ এই গোলদাতা বলেন, ‘আমার পাঁচটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা আছে। অ্যাটলেটিকোর নেই।’ তুরিনে জুভেন্টাস মাঠে ১২ মার্চ গড়াবে ফিরতি লেগের খেলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়