শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪৪ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২১ ফেব্রুয়ারির জন্য প্রস্তুত শহীদ মিনার

নিউজ ডেস্ক : সব প্রস্তুতি সম্পন্ন। একুশের প্রথম প্রহরে নতশিরে মহান শহীদদের শ্রদ্ধা জানাবে জাতি। শ্রদ্ধার ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতির মিনার। নির্বিঘ্ন উদযাপনে কঠোর নিরাপত্তায় গৌরবের স্মৃতির মিনার। সকল সংকট মোকাবেলায় যুগযুগান্তরে প্রেরণা যুগিয়ে যাবে একুশ, সব স্তরে প্রতিষ্ঠা পাবে বাংলা এমন প্রত্যাশা সবার।

অহংবোধের লাল বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে স্মৃতির মিনার। অকাতরে জীবন বিলিয়ে দেয়া বীর শহীদের প্রতি কৃতজ্ঞতার পুষ্পার্ঘ ধারণের সময় যে আর বেশি বাকি নেই।

শেষ মুহূর্তের প্রস্তুতিও সম্পন্ন। শেষ হলো, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পার্ঘ অর্পণের মহড়াও। সিসিটিভি ক্যামেরার আওতায় পুরো প্রাঙ্গণ। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় পুরো এলাকায়।

একুশের প্রথম প্রহরে শ্রদ্ধার্ঘ্যে ভরে উঠবে স্মৃতির মিনার। তাও, ফুল হাতে কৃতজ্ঞ চিত্তে স্মৃতির মিনারে আগেই প্রিয় প্রজন্ম। দেয়ালে দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে ভাষার স্লোগান। প্রজন্মান্তরে একুশের বোধ যেখানে প্রেরণা যুগিয়ে যায়!

সর্বস্তরে মাতৃভাষার প্রচলন হলেই পূর্ণতা পাবে একুশ। জাতীয় সংকটে যে একুশ প্রেরণা যোগাবে মাথা না নোয়াতে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে মুগ্ধতার কথা জানিয়েছেন বিদেশিরাও। আক্ষেপও ছিল কারও কারও কণ্ঠে!

সূত্র : সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়