শিরোনাম
◈ বাংলাদেশের ওয়ান ইলেভেনের ঘটনা পরদিনের সংবাদপত্রে যেভাবে এসেছিলো ◈ রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মুখোমুখি ◈ জঙ্গী ও সন্ত্রাস ও মাদক মামলার আসামীসহ ১২ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত ◈ প্যানিকড হবার মতো কিছু হয়নি, এখনো কেন্দ্রীয় ব্যাংকে ৪ মাসের রিজার্ভ রয়েছে: : গভর্নর ◈ আফগানিস্তান ম্যাচ বয়কটের আহ্বান দ. আফ্রিকার ক্রীড়ামন্ত্রীর ◈ তরুণ দিয়ালো ২০৩০ সাল পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে খেলবেন ◈ আওয়ামী লীগ সরকারের পতনে যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল না, ভারতও তাই মনে করে: জেক সুলিভান ◈ গাজায় মৃতের সংখ্যা রেকর্ডের চেয়ে ৪০ শতাংশ বেশি: ল্যানসেট সমীক্ষা ◈ কমিটি নিয়ে দ্বন্দ্ব: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩ ◈ দাবানলে লস অ্যাঞ্জেলেসে ১৫০ বিলিয়ন ডলারের সম্পদ পুড়েছে , কারফিউ জারি লুটপাট ঠেকাতে

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২২ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উন্নয়নের যতো ইন্ডিকেটর, প্রত্যেকটিতে লেগে আছে ধ্বংসের আঁচ, বললেন অ্যাড. মাসুদ আহমেদ

মারুফুল আলম : উন্নয়নের যতো ইন্ডিকেটর, সবগুলোতেই ধ্বংসের আঁচ লেগে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, উন্নয়নের দোহাই দিয়ে পার পাবেন না। আয়ুব খানও ধ্বংসের আগে উন্নয়নের কথাই বলতেন। বুধবার চ্যানেল আই’র তৃতীয় মাত্রায় তিনি আরো বলেন, আমরা যারা জনগণের কথা বলি, আমাদের কথা এবং কাজে গরমিল আছে কি না আমাদের বিশ্লেষণ করা দরকার। কারণ, জনগণ সব দেখছে।

অ্যাড. মাসুদ আহমেদ বলেন, জনগণকে সরকার নির্বাচন করতে না দিয়ে উল্টো জনগণের নামে আমরাই সরকার নির্বাচন করছি। জনগণ কি এসব না বুঝে বোকার মত নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? না, জনগণ সজাগ। জনগণের হিসাবটা শেষে হয়। ১৯৭১ এর মত ঘটনা একটু দেরিতে আসে। আমদের খেয়াল রাখা দরকার, জনগণের সঙ্গে ছলচাতুরি করছি কি না। জনগণ যা চায়, তা আদৌ আমরা চাই কি না এবং মানুষের কল্যাণে কাজ করি কি না।

নির্বাচন প্রসঙ্গে কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জনগণকে নির্ধারণ করতে দেয়া হয়নি। জনগণের প্রতি দারুণ অবিচার হয়েছে বলে মনে করেন বিএনপির এই নেতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়