সৌরভ নূর : ঘটনাচক্রে হলেও একটা মধুর কোইনসিডেন্ট ঘটতে চলেছে আজ ২০ ফেব্রুয়ারি কবি অসীম সাহার জীবনে। আজ তার ৭১তম জন্মদিন এবং একই দিনে তিনি সবচেয়ে বড় রাষ্ট্রীয় সম্মাননা পেতে চলেছেন। এই ফেব্রুয়ারির ফাগুন হাওয়াই জন্মেছেন অনেক বড় বড় মানুষ কবি অসীম সাহা তাদেরই একজন। এছাড়া রয়েছেন কবি জীবনানন্দ দাশ, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, কবি আসাদ চৌধুরীসহ আরো অনেকেই। কবি অসীম সাহা আমাদের অগ্রজ, প্রিয় মানুষ, প্রিয় কবি এবং বিজ্ঞজন। একইসাথে তিনি একজন ভালো মানুষও বটে। লেখার বাইরেও তাকে আমি চিনি-জানি বহুবার একান্ত সাক্ষাতের সুযোগ হয়েছে আমার। ভালো লেগেছে তার কথা, দর্শন ও তার আদর্শকে। তিনি এখনো লেখালেখিতে যথেষ্ট সক্রিয় ও দাপুটে ভঙ্গিতেই লিখছেন এবং দেশের জন্য কাজ করছেন। কবি অসীম সাহার ৭১তম জন্মদিনে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। তিনি দীর্ঘজীবী হোন এবং তার সুস্বাস্থ্য কামনা করে লেখক ও সাংবাদিক আনিসুল হক কবি অসীম সাহার জন্মদিন উপলক্ষে এসব কথা বলেন।এই ফেব্রুয়ারির ফাগুন হাওয়ায় অনেক বড় বড় মানুষ জন্মেছেন, কবি অসীম সাহা তাদেরই একজন বললেন আনিসুল হক