শিরোনাম
◈ দুই ট্রাক নথিপত্র গায়েব হচ্ছে ভেবে আটক করলো স্থানীয় জনতা ◈ টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা যানবাহনে ধাক্কা, সেই বাসচালক গ্রেপ্তার ◈ সচিবালয়ে সাংবাদিক প্রবেশাধিকার সীমিত, অ্যাক্রিডিটেশন কার্ড পর্যালোচনা শিগগির: প্রেস সচিব ◈ দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়: মির্জা ফখরুল ◈ হাছান মাহমুদ ও ওবায়দুল কাদের কেন গ্রেপ্তার হয়নি? যা বললেন আসিফ নজরুল (ভিডিও) ◈ সেনাবাহিনীকে জড়িয়ে করা আনন্দবাজারের প্রতিবেদন ভিত্তিহীন: আইএসপিআর ◈ হাসিনাকে সহজে ফেরত দেবে না ভারত: দ্য ইকোনমিক টাইমস ◈ জাতীয় ঐক্য নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী ◈ শীতের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা ◈ ছাত্র রাজনীতি কোন পথে?

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:১৪ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

সৌরভ কুমার ঘোষ: আগামী ১০মার্চ প্রথম দফা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জাতীয় পার্টি এবং স্বতন্ত্র প্রার্থীসহ ৩ জন চেয়ারম্যান ও একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বৈধ প্রার্থীর সংখ্যা ৯টি উপজেলায় ৮৮জন প্রার্থী। এতে চেয়ারম্যান পদে ২৬জন, ভাইস চেয়ারম্যান পদে ৩৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এরমধ্যে কুড়িগ্রাম সদরে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন। রাজারহাটে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। রৌমারীতে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন। রাজিবপুরে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন। চিলমারীতে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। ফুলবাড়িতে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন। নাগেশ্বরীতে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন। উলিপুরে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী।

মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন ফুলবাড়ী উপজেলার জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী ময়নুল হক, রাজীবপুর উপজেলার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল হাই সরকার এবং রাজারহাটের স্বতন্ত্র প্রার্থী রানু বেগম। ভাইস চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন রাজারহাটের জহির উদ্দিন।

আওয়ামীলীগ
আওয়ামীলীগে শেষ পর্যন্ত বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি দেখা যাচ্ছে। ফুলবাড়ী উপজেলায় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, রাজারহাট উপজেলায় জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পি, উলিপুর উপজেলায় সাজেদুর রহমান তালুকদার, রাজীবপুর উপজেলায় সাবেক চেয়ারম্যান আকবর হোসেন হিরু, রৌমারী উপজেলায় শেখ আব্দুল্লাহ ও সদর উপজেলায় পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইদুল হাসান দুলাল প্রতিদ্বন্দ্বিতা টিকে থাকলেন।

বিএনপি
বিএনপি ২ প্রার্থী স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের একজন নাগেশ্বরী উপজেলা বিএনপির সভাপতি গোলাম রসুল রাজা, রৌমারী উপজেলা বিএনপির সহ সভাপতি ঈমান আলী।

জাতীয় পার্টি
জাতীয় পার্টি থেকে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এরা হলেন, নাগেশ্বরী উপজেলায় মহিবুল হক খোকন ও উলিপুর উপজেলায় আওয়ামীলীগ থেকে জাপায় যোগ দেয়া সাবেক উপজেলা চেয়ারম্যান এম কফিল।

এবিষয়ে ৫টি উপজেলার রিটাণিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান এবং ৪টি উপজেলার রিটাণিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব মনোয়ন পত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়