শিরোনাম
◈ মধ্যরাতে গুলশানে এইচ টি ইমামের ছেলের বাসায় তল্লাশি (ভিডিও) ◈ দুঃখ প্রকাশ করে জেলেনস্কির টুইট, যা বললেন তিনি ◈ ক্ষমতায় আসা এত সহজ না: নাগরিক পার্টিকে মির্জা আব্বাস ◈ ঈদের আগে প্রণোদনার ৭ হাজার কোটি টাকা চায় বিকেএমইএ ◈ যুক্তরাষ্ট্রে ‘বিজনেস এলিট ফোরটি আন্ডার ফোরটি’ পেলেন বাংলাদেশি কাদের ◈ আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি : ডিবি প্রধান ◈ ট্রাম্পের বক্তব্যের পাল্টা বিবৃতি: যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ দেখছে না সরকার ◈ পুলিশে ফের রদবদল, সিআইডি প্রধানসহ ১৮ কর্মকর্তা বদলি ◈ অস্ট্রেলিয়াকে বিদায় করে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারত ◈ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:২৪ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতিসংঘকে কাশ্মীর ইস্যুতে হস্তক্ষেপের আহ্বান পাকিস্তানের, সামরিক হামলা হলে কড়া জবাব দেয়া হবে বললেন ইমরান খান

নূর মাজিদ : প্রতিবেশী ভারতের সঙ্গে সৃষ্ট সামরিক ও কূটনৈতিক অচলাবস্থা নিরসনে জাতিসংঘ মহাসচিবের হস্তক্ষেপ কামনা করেছে পাকিস্তান। কাশ্মীরের পুলাওয়ামায় সিআরপিএফ সদস্যদের ওপর পরিচালিত আত্মঘাতি হামলায় পাকিস্তানের সহযোগিতার অভিযোগে ভারত-পাকিস্তান উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই দেশটির পররাষ্ট্রমন্ত্রী এই আহব্বান জানিয়েছেন। রয়টার্স, ডন

গতকাল মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী খাজা মোহাম্মদ কুরেশী জাতিসংঘ মহাসচিবের কাছে লেখা এক চিঠিতে এই আহব্বান জানান। ওই চিঠিতে কুরেশি লেখেন, কাশ্মীরকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রতি আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবেশী ভারত সামরিক পদক্ষেপ নিলে এই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। তাই সাম্প্রতিক অবস্থা বিবেচনায় আমি মনে করছি পরিস্থিতি শান্ত করতে জাতিসংঘের পদক্ষেপ নেয়ার প্রয়োজন রয়েছে।

এই সময় তিনি পুলাওয়ামা হামলার পেছনে পাকিস্তানের কোন ভূমিকা নেই দাবী করে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে জাতিসংঘের প্রতি আহব্বান জানান। জাতিসংঘের তদন্তে পাকিস্তান সর্বোচ্চ সহায়তা করবে বলেও তিনি অঙ্গীকার করেন।

এদিকে পুলাওয়ামা জঙ্গি হামলায় ত্যার দেশের সংযোগ রয়েছে এমন অভিযোগের প্রমাণ দিতে নয়া দিল্লীর প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানী প্রধানমন্ত্রী ইমরান খান।মেই সময় তিনি কাশ্মীর ইস্যু নিয়ে দ্বিপাক্ষিক বিরোধ নিরসনে আলোচনার পথে হাঁটতে ভারতের প্রতি আহ্বান জানান। তবে একইসঙ্গে যেকোন ধরনের সামরিক হামলা মোকাবেলায় কড়া জবাব দেয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

এসময় তিনি বলেন, পাকিস্তান যে কোন ধরনের সামরিক হামলা মোকাবেলায় প্রস্তুত রয়েছে। আগ্রাসী হামলা হলে তার জবাব দিতেও দ্বিধাগ্রস্ত হবেনা পাকিস্তান। তবে সার্বিক সঙ্কট কাটাতে উভয়পক্ষেই বাস্তববাদী চিন্তা জয়ী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

"

  • সর্বশেষ
  • জনপ্রিয়