স্পোর্টস ডেস্ক : সময়টা দুর্দান্ত যাচ্ছে ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির। অজি ওপেনার ম্যাথু হেইডেন মনে করছেন, আসন্ন সিরিজে কোহলিকে থামাতে সমস্যায় পড়বে অস্ট্রেলিয়া।
২৪ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে সফর শুরু করছে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। প্রথমে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তারপর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। মিচেল স্টার্কের অনুপস্থিতিতে এই সফরে অস্ট্রেলিয়ার পেস আক্রমণ অনেকাংশে নির্ভর করছে তরুণ তুর্কী জাই রিচার্ডসনের উপরে। তবে কোহলিকে সামলাতে রিচার্ডসন সমস্যায় পড়বেন বলেই জানিয়েছেন হেইডেন।
তার মতে, ‘অস্ট্রেলিয়ায় কিছুদিন আগে হওয়া সিরিজে রিচার্ডসনের বিরুদ্ধে খুব একটা স্বচ্ছন্দ দেখায়নি কোহলিকে। দারুণ বল করেছিল। কিন্তু, ভারতে একেবারেই অন্য খেলা হবে বলে মনে হচ্ছে। জাই একেবারেই তরুণ। ভারতে খেলার বিশেষ অভিজ্ঞতা ওর নেই। তাই এবার বিরাট দাপট দেখাবে বলেই মনে হচ্ছে।
শুরুতে অবশ্য রোহিত শর্মার সঙ্গে বাঁ-হাতি পেসার জেসন বেহরনডর্ফের টক্কর রোমাঞ্চ আনবে বলে মনে করছেন ম্যাথু হেইডেন। তার মতে, ২৮ বছর বয়সী বেহরনডর্ফ বেশ লম্বা। ওর হাতে ভাল গতি রয়েছে। উইকেট লক্ষ্য করে বল করে। যা নিঃসন্দেহে চ্যালেঞ্জের। তবে রোহিত এখন ওর খেলার সেরা ছন্দে রয়েছে।
আপনার মতামত লিখুন :