হিমাদ্রি শেখর রায় : জামায়াতের শুধু নাম নয়, দর্শন ও নীতিগত পরিবর্তন আনতে হবে বলেছেন, জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শামীম ওসমান।
স্বাধীনতার বিরোধিতা করে তিনি বলেন, বাংলাদেশেই স্বাধীনতা বিরোধী দল জামায়াতে ইসলামী সমান্তরালভাবে রাজনৈতিক করতে পেরেছে। সোমবার ইনডিপেনডেন্ট টেলিভিশনে ‘আজকের বাংলাদেশ’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশে রাজনীতির পাশাপাশি বিভিন্নভাবে সুবিধা নিয়েছে। বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় প্রধানমন্ত্রী হিসেবে শাহ্ আজিজ এবং শিক্ষামন্ত্রী হিসেবে আব্দুল আলিম দায়িত্ব পালন করেছিলেন। জামায়াতে ইসলামী বিভিন্ন সময় কৌশল পরিবর্তন করে এদেশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছে।
তিনি আরো বলেন, ১৯৯১ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামায়াতকে সঙ্গে নিয়ে সরকার গঠনের সুযোগ পান, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন।