শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৭ রাত
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রেক্সিট ও ইহুদিবিদ্বেষ ইস্যুতে যুক্তরাজ্যের লেবার দলে ভাঙন, ৭ এমপির পদত্যাগ

আসিফুজ্জামান পৃথিল : ব্রেক্সিট এবং ইহুদিবিদ্বেষের প্রতি দলনেতা জেরেমি করবিনের সমর্থনের অভিযোগে দল থেকে পদত্যাগ করেছেন ব্রিটিশ লেবার পার্টির ৭ এমপি। তারা হলেন; চুকা উমুন্না, লুইসিয়ানা বারগের, ক্রিস লেসলে, অ্যাঞ্জেলা স্মিথ, মাইক গাপেস, গেভিন সুকের এবং অ্যান কোফে। বিবিসি, গার্ডিয়ান

বারগের পদত্যাগের ঘোষণা দিয়ে জানিয়েছেন, লেবার পার্টি প্রাতিষ্ঠানিকভাবে ইহুদিবিদ্বেষীতে পরিণত হয়েছে। তিনি দলে থাকতে বিব্রত ও লজ্জিত বোধ করছেন। করবিন বলেছেন ২০১৭ সালের নির্বাচনে যেসব নীতিতে লাখ লাখ মানুষ অনুপ্রাণিত হয়েছিলো সেগুলোর ভিত্তিতে এই এমপিরা কাজ করতে না পারায় তিনি হতাশ। তবে পূর্ব ধারণা করা হলেও এই এমপিরা কোন নতুন রাজনৈতিক দল গঠন করছেন না। তারা সতন্ত্র গ্রুপ হিসেবে পার্লামেন্টে বসবেন। তবে চুকা উমান্না জানিয়েছেন তারা এটি প্রথম পদক্ষেপ নিয়েছেন। তিনি লেবার সহ অন্যান্য এমপিদের তাদের সঙ্গে যোগ দিয়ে নতুন রাজনীতি শুরুর আহ্বান জানান। কেন্দ্রীয় লন্ডনের এক অনুষ্ঠানে চুকা বলেন, ‘রাজনীতির ডানা ভেঙে গেছে। এটার এরকম হওয়ার কথা ছিলো না। আসুন এটিকে বদলাই।’ তিনি জানান, তারা কখনই লিবারেল ডেমোক্রেটিকদের সঙ্গে একিভূত হবেন না বরং তারা নতুন বিকল্প তৈরী করতে চান। ক্রিস লেসলে জানিয়েছেন এই গ্রুপ কয়েকদিনের মধ্যে নিজেদের কাজ ও দায়িত্ব বুঝে নিতে বৈঠকে বসবেন। এই গ্রুপটি একটি ওয়েবসাইট ও টুইটার অ্যাকাউন্টও খুলেছে।

১৯৮০-এর দশকে লেবার পার্টি ভেঙে বের হয়ে যাওয়া এসডিপির সঙ্গে তুলনায় যেতে অস্বীকৃতি জানিয়েছে এই দলটি। তারা একসময় লিবারেল পার্টির সঙ্গে একীভ’ত হয়ে যায়। দল থেকে পদত্যাগি এমপিরা বলছেন, এটি ছিলো সম্পূর্ন ভিন্ন এক যুগ এবং তারা কোন উপনির্বঅচনে লড়বেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়