এম শিমুল খান: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার চর-ঘোপেরডাঙ্গা গ্রামের পাশ দিয়ে প্রবহমান মধুমতি নদীর তীরে অবৈধ ভাবে মাটি কাটায় অভিযোগ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড টুঙ্গিপাড়া শাখা। পাউবো টুঙ্গিপাড়া শাখার উপ-সহকারী প্রকৌশলী জাকারিয়া ফেরদৌস টুঙ্গিপাড়া থানায় এ অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঘোপেরডাঙ্গা গ্রামের মৃত সুলতান খানের ছেলে নওশের খান, নওশের খানের ছেলে মুন্নু খান, জিয়াউল খান, তাজুল খানসহ একই গ্রামের একরাম শেখের ছেলে এনামুল শেখ, হাসমত আলীর ছেলে পারভেজ, মৃত আজিমুদ্দিনের ছেলে সাদেক খান, ট্রলার মালিক আশরাফ আলী বেশ কিছু দিন যাবত মধুমতি নদীর তীরের ঘোপেরডাঙ্গা বাধ সংলগ্ন বার্মের মাটি অবৈধ ভাবে কেটে ট্রলার যোগে নিয়ে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে পাউবো কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তথ্যের সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। পরে ইউএনও নাকিব হাসান তরফদার ও পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী জাকারিয়া ফেরদৌস স্থানটি পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম এনামুল কবীর অভিযোগের সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন, আমরা এ ব্যাপারে যথেষ্ট তৎপর রয়েছি। পরবর্তীতে যাতে মাটি কাটা না হয় সেজন্য আমরা প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবো।
পাউবো টুঙ্গিপাড়া শাখার উপ-বিভাগীয় প্রকৌশলী জাকারিয়া ফেরদৌস বলেন, তারা যে কাজটা করতেছে এটা সম্পূর্ন অবৈধ। এছাড়া এতে আমাদের বাধের ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। আমরা বার বার চেষ্টা করার পর ও তাদের মাটি কাটা থামাতে পারিনি তাই থানায় একটা অভিযোগ দিয়েছি।
টুঙ্গিপাড়া ইউএনও নাকিব হাসান তরফদার বলেন, স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে বার বার গিয়েছি এবং এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড থানায় অভিযোগ দ্বায়ের করেছে। এছাড়া ওই স্থানটি প্রতিনিয়ত নজরদারিতে রাখা হচ্ছে। এ ব্যাপারে আমরা যে কোনো ব্যবস্থা নিতে সদা প্রস্তুত আছি।
আপনার মতামত লিখুন :