মাসুদ আলম : দীর্ঘ চার বছর পর ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের চার্জশিট আদালতে দাখিল করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)। এ হত্যাকাণ্ডে ১১ জনকে শনাক্ত করা হয়েছে। ৬ জনের নাম ঠিকানা পাওয়ায় তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। আজ সোমবার সকালে রাজধানীর মিন্টোরোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিটিটিসি-এর প্রধান মনিরুল ইসলাম।
তিনি জানান, সঠিক তদন্ত ও মূল আসামিদের আইনের আওতায় আনতেই চার্জশিট দিতে ৪ বছর সময় লেগেছে। অভিজিৎ হত্যায় ৩ জন আদালতে স্বীকারোক্তি দিয়েছে। হত্যার মূল পরিকল্পনাকারী সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত পলাতক মেজর জিয়া। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা বন্যা আহমেদ। ঘটনার পর অভিজিতের বাবা অধ্যাপক ড. অজয় রায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন।
আপনার মতামত লিখুন :