শিরোনাম
◈ ‘ইজতেমার নিয়ন্ত্রণ’ নাকি ‘সাদ কান্দালভি’- তাবলীগ সংকটের কারণ আসলে কী ◈  আমরা কিংস পার্টি নই, আমরা কিংস মেকার:  হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ভোলা-২ আসনের সাবেক এমপি মুকুল গ্রেপ্তার ◈ অনলাইনে আয়কর পরিশোধে ফি বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক ◈ প্রায় অর্ধেক মানুষই জানে না তার ডায়াবেটিস ◈ তেজগাঁও থেকে বিলাসবহুল গাড়ি জব্দ করলো কাস্টমস ◈ আশা করি নতুন উপদেষ্টাদের কাজ দেখে বিচার করবেন বাংলাদেশের জনগণ : মাহফুজ আলম ◈ উদ্বোধনের অপেক্ষায় ৫২ জেলায় পানির গুণগতমান পরীক্ষাগার, মিলবে বিশুদ্ধ পানি ◈ যে কারণে পুরুষের চার বিয়ে করার কথা বললেন এই অভিনেত্রী হীরা সুমরো ◈ এখনো রাস্তায় আহতরা, উপদেষ্টাদের হাজির হওয়ার আলটিমেটাম

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:০৮ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে কৃষি প্রযুক্তির ব্যবহারে বদলে যাচ্ছে মাঠের চিত্র

সাত্তার আজাদ, সিলেট: প্রবাসী অধ্যুষিত সিলেটের মানুষ এক সময় কৃষি বিমুখ ছিল। জমি পতিত পড়ে থাকত। সিলেটে তখন কৃষি উৎপাদনের হার ছিল দেশের সর্বনিম্ন। সেই সিলেটে এখন বদলে গেছে কৃষি চিত্র। প্রযুক্তির ব্যবহারে আধুনিক কৃষি ব্যবস্থার বিস্তার ঘটেছে পুরো সিলেট জুড়ে। প্রযুক্তির কল্যাণে কম কষ্টে বেশি ফসল উৎপাদনের কারণে এখন অনেকেই কৃষি কাজে মনোযোগী হচ্ছেন।

সিলেটে কৃষি কাজে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে ঝুঁকছেন মফস্বলের কৃষকরা। এতে করে যেমন সুফল পাচ্ছেন কৃষক পাশাপাশি পতিত জমির পরিমাণও কমে আসছে। বীজতলা তৈরি, চারা উৎপাদন, রোপণ, ধান কাটা ও মাড়াইয়ে এখন আর কষ্ট করতে হয়না। সবই প্রযুক্তির কল্যাণে সহজ উপায়ে করা যাচ্ছে। তাই কম কষ্টে বেশি ফসল উৎপাদন হওয়াতে অনেকেই জীবন জীবিকার মাধ্যম হিসেবে কৃষিকাজকে বেছে নিচ্ছেন। কম কষ্টে, কম জনবল দিয়ে বেশি ফসল উৎপাদনে লাভের মুখ দেখতে পাওয়ায় কৃষিতে আগ্রহী হচ্ছেন তরুণরাও।

সরকার কৃষি উৎপাদন বাড়াতে ও কৃষকদের প্রযুক্তির ব্যবহারে উৎসাহিত করতে এ খাতে ভর্তুকি দিচ্ছে। ৫০-৭০ ভাগ পর্যন্ত সরকারি ভর্তুকিতে এসব কৃষিযন্ত্রের সুবিধা ভোগ করছেন কৃষকরা।

সিলেটে কৃষিখাতে কম্বাইন হারভেস্টার, রিপার, রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহার করছেন আধুনিক কৃষকরা। কম্বাইন হারভেস্টার ও রিপার দিয়ে জমির ধান কাটা সহজ। ভেলার মেশিনের সাহায্যে খড়ের রোল বানিয়ে সংরক্ষণের জন্যে রাখা যায়। রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে জমিতে সহজে ও দ্রুত সময়ে ধান গাছ রোপণ করা যায়।

স্থানীয় অনেক কৃষকই জানান, কৃষি যন্ত্রপাতির ব্যবহারে কৃষকদের আগ্রহ বাড়ছে। আরও প্রশিক্ষণ ও যন্ত্রপাতি পেলে সিলেটে অনাবাদি জমি হ্রাস পাবে। সিলেট কৃষি সম্প্রসারণ বিভাগের আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. আলতাবুর রহমান বলেন, যন্ত্রের মাধ্যমে খুব সহজেই কৃষিকাজ সম্পন্ন করা যায়। সরকারের প্রতিশ্রুতিই হচ্ছে কৃষিতে যান্ত্রিকিকরণ। এরই ধারাবাহিকতায় যন্ত্রপাতিতে ভর্তুকি’র মাধ্যমে কৃষকদের সহায়তা দেওয়া হচ্ছে। এতে কমেছে কৃষকের ব্যয়ভারও।

সিলেট কৃষি সম্প্রসারণ বিভাগের আঞ্চলিক কার্যালয়ের উপ পরিচালক এম ইলিয়াস জানালেন, বাংলাদেশের কৃষি ব্যবস্থার আধুনিকায়নে সরকার ভর্তুকিতে কৃষকদের কৃষি যন্ত্রপাতির ব্যবহারে উৎসাহিত করছে। কৃষি যন্ত্রপাতির ব্যবহারে সিলেটে উৎপাদন বাড়ার সাথে কমছে পতিত জমির পরিমাণ। এটা সিলেটের জন্য বড় সুখবর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়