শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৪ দুপুর
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩৬০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সিমেন্সের সঙ্গে ২৮০ কোটি ডলারের চুক্তি

নূর মাজিদ : রাজধানীর শেরাটন হোটেলে জার্মান প্রযুক্তি ও প্রকৌশলখাতের কো¤পানি সিমেন্সের সঙ্গে পায়রা বন্দরে ৩৬০০ মেগাওয়াট ক্ষমতাস¤পন্ন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত শুক্রবার এই চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে এই চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন। পররাষ্ট্র সচিব এম শহিদুল ইসলাম স্থানীয় গণমাধ্যমকে এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। বিডি নিউজ, রয়টার্স

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন সিমেন্স এজি’র প্রধান নির্বাহী ও বৈশ্বিক কার্যক্রম পরিচালক জো কাইজার। ইতোপূর্বে, ২০১৭ সালে সিমেন্সের সঙ্গে ৩৬০০ মেগাওয়াট গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সমঝোতা স্মারকে স্বাক্ষর করে বাংলাদেশ সরকার। এই চুক্তির মূল্য প্রায় ২৮০ কোটি ডলার। যার ৮০ শতাংশ অর্থায়ন ঋণ এবং পুঁজিবাজারের বিনিয়োগ থেকে সংগ্রহ করা হবে। শুক্রবারের চুক্তিটিতে বিদ্যুৎকেন্দ্রের জন্য তরলীকৃত প্রাকৃতিক গ্যাস-এলএনজি আমদানির জন্য ঠিকাদার নিয়োগ দেয়ার আনুষ্ঠানিকতা স¤পন্ন হয়েছে। যার মধ্য দিয়ে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের আনুষ্ঠানিকতা আরেকধাপ এগিয়ে গেলো। চুক্তিটি স্বাক্ষরের সময় বলা হয়, কিভাবে এলএনজি আমদানি করা হবে সেই বিষয়ে একটি প্রাথমিক জরিপ পরিচালনা করা হবে।

প্রায় ১২০০ মেগাওয়াট ক্ষমতাস¤পন্ন ৩টি ইউনিটের সমন্বয়ে এই বিদ্যুৎকেন্দ্র গড়ে উঠছে। দেশের দক্ষিনাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে সরকার পায়রা সমুদ্রবন্দরে বেশকিছু মেগা প্রজেক্ট হাতে নিয়েছে। যার মধ্যে বিদ্যুৎকেন্দ্রসহ, এলএনজি টার্মিনাল, এবং একটি বিশেষায়িত অর্থনৈতিক জোন নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

চুক্তিটি স্বাক্ষরের পরে প্রধানমন্ত্রী অপর এক জার্মান কো¤পানি ভেরিডোস গ্রুপের শীর্ষ নির্বাহী হান্স উলফগ্যাং কুঞ্জের সঙ্গে এক বৈঠকেও অংশ নেন। ভেরিডোস গ্রুপ বাংলাদেশের জন্য ই-পাসপোর্ট তৈরি করছে। পররাষ্ট্র সচিব শহিদুল ইসলাম জানান, চলতি বছরের জুন মাস থেকেই ই-পাসপোর্ট দেয়া শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়