কামারুল হাসান মামুন
ভালো কাজের প্রশংসা এবং মন্দ কাজের নিন্দা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। নদীর নাব্যতা ঠিক রাখা ও দূষণরোধে নদীকে অবৈধ দখলমুক্ত করতে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী যে সাঁড়াশি উচ্ছেদ অভিযান চালাচ্ছেন তাকে সাধুবাদ জানাই। দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো না বললেও কাজটি যে ভালো এটা তো বলাই যায়। ঢাকার চারপাশের নদীগুলোর নাব্যতা ফিরিয়ে তাদের বাঁচান। দেখবেন বাংলাদেশ বাঁচবে আর মানুষ আপনাকে ভালোবাসবে। মাত্র ক’টা দিন আগেও বুড়িগঙ্গা দেখে এসেছি। দেখে বড় কষ্ট পেয়েছি। একটি দেশের নেতৃত্ব কতো অযোগ্য হলে পরে অমূল্য ধন নদী নর্দমায় পরিণতি হয়! ফেসবুক থেকে
আপনার মতামত লিখুন :