শিরোনাম
◈ আবেগঘন চিরকুট লিখে বীর মুক্তিযোদ্ধার ‘আত্মহত্যা’ ◈ নিম্নমাধ্যমিক-মাধ্যমিকে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ ◈ বিডিআর হত্যাকাণ্ড: তদন্ত কমিশনে ফজলুর রহমানের নেতৃত্বে আছেন যারা ◈ নিউ ইয়র্কে পাতাল ট্রেনে ঘুমন্ত নারীযাত্রীকে পুড়িয়ে হত্যা ◈ ডিবি থেকে নিয়ে ৯ তরুণকে খুন! সেই এক লোমহর্ষক ঘটনার অনুসন্ধান ◈ বিদ্যুৎ বিল বাবদ বাংলাদেশের কাছে পাওনা অর্থের পরিমাণ জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ◈ মুক্তিযোদ্ধার ওপর হামলা চালালো কারা? নিজ মুখেই জানালেন ভুক্তভোগী (ভিডিও) ◈ টাকার বিনিময়ে আ.লীগ নেত্রী মহিলা দলের সভাপতি! (ভিডিও) ◈ চাঁদপুরে ‘এমভি আল-বাখেরা’ জাহাজে মিললো ৫ মরদেহ, মুমূর্ষু উদ্ধার ৩ (ভিডিও) ◈ টেলিগ্রাম ব্যবহার করে আয় প্রায় ১০ কোটি টাকা, হাতেনাতে ধরল পুলিশ !

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:২৮ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যারিস্টার রাজ্জাক যেন সবার প্রিয় না হয়: মিজানুর রহমান

ইউসুফ আলী বাচ্চু: সাবেক মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ব্যারিস্টার রাজ্জাক সাহেব পদত্যাগ করেছেন এবং একটি বিবৃতি দিয়েছেন, আমি আশঙ্কায় আছি তিনি আবার যেন সবার প্রিয় হয়ে না যায়। তাদের দল না থাকতে পারে কিন্তু তাদের রাজনৈতিক দর্শন তো আর শেষ হয়ে যাচ্ছে না।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্ত ও বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্য এর স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

মিজানুর রহমান বলেন, ব্যারিস্টার রাজ্জাক জাতির কাছে ক্ষমা চাইতে বলছেন জামায়াতকে, কিন্তু তাই বলে তাদের নীতি আদর্শ থেকে যাবে।

এদেশের আমলা আমলাতন্ত্র যেভাবে চেপে বসে আছে সেখান থেকে বেড়িয়ে আসতে আমাদের সময় লাগবে মন্তব্য করে মিজান বলেন, সব ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা বিরাজ করছে। আমাকে ২০১০ সালে যখন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান করা হয় তখন সুরঞ্জিত সেনগুপ্ত আমাকে ফোন করে বলেছিল মিজান তোমার জন্য অনেকে যুদ্ধ করতে হয়েছে। তোমাকে আমলারা চেয়ারম্যান হতে দিতে চায়নি।
৩টি মূল ধারা নিয়ে তারা কাজ করতেন, আইনের শাসন। একদি দেশের আইনের শাসন না থাকে অর্থনৈতিক উন্নয়ন সাধন করা সম্ভব নয়। দ্বিতীয়ত মানবাধিকার প্রতিষ্ঠা করা, তৃতীয়ত জনগণের ক্ষমতায়ন, জনগণ বলতে দেশের আপামর জনসাধারণ।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত ও দেবেশ চন্দ্র ভট্টাচার্য সামাজিক দায়বদ্ধতা থেকে প্রগতিশীল চিন্তার ধারক ছিলেন। কিন্তু চেতনাগত এখনো পূর্ণ হতে পারিনি। আমরা যদি ৭১ এর চেতনার কথা বলি কিন্তু এখনো তো বিরোধী শক্তি কি কম আছে।দেশে অর্পিত সম্পত্তি আইন হলেও তা ৬ বার সংশোধিত হয়েছে।

তাদের আন্দোলন ছিল হিন্দু নারীদের বিবাহ বিচ্ছেদ। এটা তাদের অধিকার। হিন্দু নারীদের সম্পত্তির ভাগ পাওয়া এবং হিন্দু বিবাহ আইন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়