শিরোনাম
◈ প্রাথমিকে আগের নিয়মে ফিরছে বৃত্তি পরীক্ষা ◈ (১৬ নভেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার  ◈ মার্কিন গোয়েন্দা সংস্থার নয়া অধিকর্তা তুলসী গ্যাবার্ড কে? বিজেপির সঙ্গেও ‘নৈকট্য’ ◈ বাংলাদেশের ১২ ক্রিকেটার আইপিএলের নিলামে, কার ভিত্তিমূল্য কত? ◈ স্ত্রীর মোহরানাও ঋণের অন্তর্ভুক্ত, অনাদায়ে স্বামীর ঘাড়ে তা ঋণ স্বরূপ বহাল থাকবে ◈ খাদ্য অধিদপ্তরের চাল মজুদ করে ব্র্যান্ডের প্যাকেটে বিক্রি ◈ ‘মাকে হত্যা’ করে ফ্রিজে রাখার ঘটনায় নতুন মোড় ◈ দায়বদ্ধতা থেকেই অন্তর্বর্তীকালীন সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে: জ্বালানি উপদেষ্টা ◈ চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে ভারতের প্রভাবের কাছে নত হতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ◈ আরও একটি নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৫১ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হারিয়ে যাচ্ছে আঞ্চলিক গান ও বাংলা গানের সুর বললেন, সরোয়ার চৌধুরী

মঞ্জুর মোর্শেদ : আঞ্চলিক গানের গবেষক সরোয়ার চৌধুরী বলেন, হারিয়ে যাচ্ছে আঞ্চলিক গান ও বাংলা গানের সুর। আঞ্চলিক গান ,বাউল,মুর্শেদী, পুরোনো দিনের কিৎসা ও বাংলা গানের সুর হারাতে বসেছে। আজকে সবাই পাশ্চ্যত্যের দিকে ঝুকে পড়েছে। হিন্দি , ইংরেজি ও ব্যান্ড সংগীত যেন আজ নিত্য সঙ্গি। বাংলা সাহিত্য সংস্কৃতি ইতিহাস হারিয়ে যাচ্ছে। বর্তমান ভাষার মাস এ ভাষার মাসে দরকার ছিল বাংলাভাষায় আঞ্চলিক গান,বাংলা গান ,ভার্টিয়ালী , মুর্শেদী এ ধরনের গান নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা। বাংলার এ গানের ঐতিহ্যকে লালন করতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। আমাদের নাই কোন প্রশিক্ষণ নাই কোনো আয়োজন। কিভাবে টিকে থাকবে বাংলার ইতিহাস ঐতিহ্য সে দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাই আজ বাংলা গান সুর বিলুপ্তির পথে। সূত্র : ডিবিসি রাজকাহন

তিনি বলেন , শহরে কিছু গান হচ্ছে যা কৃত্রিম তেরি। তা শুধু মাত্র বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনের জন্যই দুই তিন লাইনের জন্য তেরি হয়। এটা মানুষের মনে আকর্ষণ করে না। শুধুই খালি বিজ্ঞাপন।

তিনি মনে করেন, আঞ্চলিক গান যে হারিয়ে যাচ্ছে এতে করে সরকারের বিভিন্ন সহযোগিতা করা প্রয়োজন। সরকারের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছিনা। সরকার যদি আমাদের সহযোগিতার হাত বাড়ায় তাহলে আমরা এ ইতিহাস ঐতিহ্য সংরক্ষন করতে পারবো।

তিনি বলেন, আমাদের কারোরই বিলুপ্তির হাত থেকে রক্ষা করার যেন দায়িত্ব নেই। কারোর কোনো ভুমিকা নেই সবাই উদাসীন। আমার কাছে অনেক পুরাতন পান্ডুলিপি আছে কেউ সংগ্রহ করতে চাইলে সংগ্রহ করতে পারেন। আমি স্বেচ্ছায় সহযোগিতা করবো। কোনো ধরনের বিনিময় নেবো না। বিলুপ্তের হাত থেকে রক্ষা পেতে হলে আমাদের আঞ্চলিক গানের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তাহলে কিছুটা হলে ও আমরা বাংলা সাহিত্যের ইতিহাস ঐতিহ্য বাংলা গানের সুমধুর সুর সংরক্ষণ করতে পারবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়