শিরোনাম
◈ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রশিবির  ◈ আমন্ত্রণ জানিয়ে ইলন মাস্ককে চিঠি লিখলেন ড. ইউনূস ◈ এবার বাধ্যতামূলক অবসরে পুলিশের ৪ ডিআইজি ◈ শূন্য থাকা ৯ মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ শিগগিরই ◈ ছয় মাসে যে নতুন ১৬ রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ◈ নেতা নয়, নীতি নির্ভর হয়ে দেশগঠনে কাজ করবে নতুন দল: হাসনাত আব্দুল্লাহ ◈ প্রকাশ্যে যুবদল নেতার চাঁদাবাজি করার ঘোষণার পর গ্রেফতার ৪ (ভিডিও) ◈ ২৯ মিলিয়ন ডলার নেওয়া বাংলাদেশি প্রতিষ্ঠান ও ব্যক্তি সম্পর্কে যা জানাগেল ◈ ধর্মীয় উসকানিতে ঐক্য বিনষ্টের অপচেষ্টা চলছে: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ◈ স্টারলিংক বন্ধের গুঞ্জন নিয়ে যা বললেন ইলন মাস্ক!

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৫১ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হারিয়ে যাচ্ছে আঞ্চলিক গান ও বাংলা গানের সুর বললেন, সরোয়ার চৌধুরী

মঞ্জুর মোর্শেদ : আঞ্চলিক গানের গবেষক সরোয়ার চৌধুরী বলেন, হারিয়ে যাচ্ছে আঞ্চলিক গান ও বাংলা গানের সুর। আঞ্চলিক গান ,বাউল,মুর্শেদী, পুরোনো দিনের কিৎসা ও বাংলা গানের সুর হারাতে বসেছে। আজকে সবাই পাশ্চ্যত্যের দিকে ঝুকে পড়েছে। হিন্দি , ইংরেজি ও ব্যান্ড সংগীত যেন আজ নিত্য সঙ্গি। বাংলা সাহিত্য সংস্কৃতি ইতিহাস হারিয়ে যাচ্ছে। বর্তমান ভাষার মাস এ ভাষার মাসে দরকার ছিল বাংলাভাষায় আঞ্চলিক গান,বাংলা গান ,ভার্টিয়ালী , মুর্শেদী এ ধরনের গান নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা। বাংলার এ গানের ঐতিহ্যকে লালন করতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। আমাদের নাই কোন প্রশিক্ষণ নাই কোনো আয়োজন। কিভাবে টিকে থাকবে বাংলার ইতিহাস ঐতিহ্য সে দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাই আজ বাংলা গান সুর বিলুপ্তির পথে। সূত্র : ডিবিসি রাজকাহন

তিনি বলেন , শহরে কিছু গান হচ্ছে যা কৃত্রিম তেরি। তা শুধু মাত্র বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনের জন্যই দুই তিন লাইনের জন্য তেরি হয়। এটা মানুষের মনে আকর্ষণ করে না। শুধুই খালি বিজ্ঞাপন।

তিনি মনে করেন, আঞ্চলিক গান যে হারিয়ে যাচ্ছে এতে করে সরকারের বিভিন্ন সহযোগিতা করা প্রয়োজন। সরকারের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছিনা। সরকার যদি আমাদের সহযোগিতার হাত বাড়ায় তাহলে আমরা এ ইতিহাস ঐতিহ্য সংরক্ষন করতে পারবো।

তিনি বলেন, আমাদের কারোরই বিলুপ্তির হাত থেকে রক্ষা করার যেন দায়িত্ব নেই। কারোর কোনো ভুমিকা নেই সবাই উদাসীন। আমার কাছে অনেক পুরাতন পান্ডুলিপি আছে কেউ সংগ্রহ করতে চাইলে সংগ্রহ করতে পারেন। আমি স্বেচ্ছায় সহযোগিতা করবো। কোনো ধরনের বিনিময় নেবো না। বিলুপ্তের হাত থেকে রক্ষা পেতে হলে আমাদের আঞ্চলিক গানের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তাহলে কিছুটা হলে ও আমরা বাংলা সাহিত্যের ইতিহাস ঐতিহ্য বাংলা গানের সুমধুর সুর সংরক্ষণ করতে পারবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়