শিরোনাম
◈ আওয়ামী আমলে চাকরিচ্যুত ১৫২২ পুলিশ সদস্য ফেরত পাচ্ছেন চাকরি ◈ রোহিঙ্গা সংকট সমাধানে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত জাতিসংঘ মহাসচিবের ◈ বেনজীরের বিতর্কিত বক্তব্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিবাদ (ভিডিও) ◈ হঠাৎ ট্রাম্পকে যে কারণে ‘টোপ’ দিলেন জেলেনস্কি ◈ ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু, মোজাম্মেল হকের বাড়িতে র‌্যাব ◈ আপিল ট্রাইব্যুনালে জয়ী পুলিশ সদস্যদের চাকুরীতে পুনর্বহালের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা পড়লেন বৈষম্যবিরোধীর নেতাকর্মীরা ◈ সেদিন গাজীপুরে কি ঘটেছিল? আহতদের মুখে ঘটনার বর্ণনা ◈ টিউলিপের নামে গাজীপুরে বাংলো, যা বলছে লেবার পার্টি ◈ ফরিদপুরের সালথায় চার কৃষকের ১০ ঘরে আগুন, সব পুড়ে ছাই

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৬ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেক্সিকো সীমান্ত দেয়াল নির্মাণে ৮০০ কোটি ডলারের দাবিতে জরুরী অবস্থা ঘোষণা নিশ্চিত করলেন ট্রাম্প

আসিফুজ্জামান পৃথিল, আব্দুর রাজ্জাক : নিজের প্রতিশ্রুত মেক্সিকো সীমান্ত দেওয়াল নিয়ে চূড়ান্ত পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জরুরী অবস্থা ঘোষণার মাধ্যমে এবার অর্থ সংগ্রহ করবেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার হোয়াইট হাউজের রোজ গার্ডেনে সাংবাদিকদের সামনে এক বক্তৃতা প্রদানকালে ট্রাম্প জানান, তিনি জরুরী অবস্থা ঘোষণা করতে যাচ্ছেন। এর আগে, জরুরী অবস্থা ঘোষণা করা হবে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছিলেন হোয়াইট হাউজ মুখপাত্র সারা স্যান্ডার্স। এই ঘটনার সমালোচনা করছেন রিপাবলিকান ডেমোক্র্যাট নির্বিশেষে সকল রাজনীতিবীদ। আগে দেওয়াল নির্মানের জন্য ৫৭০ কোটি ডলার দাবি করলেও বর্তমানে ৮০০ কোটি ডলার চাইছেন ট্রাম্প! একই বক্তৃতায় ট্রাম্প জানিয়েছেন, বাণিজ্য নিয়ে চীনের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। বিবিসি, সিএনএন, রয়টার্স, আল জাজিরা, ব্লুমবার্গ।
নিজের ভাষণে ট্রাম্প জানান, তিনি দেওয়াল নির্মান করবেনই। এই জরুরী অবস্থার বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমি একটি জাতীয় জরুরী অবস্থা ঘোষণা করতে যাচ্ছি। এর আগেও বগুবার এরকম জরুরী অবস্থায় স্বাক্ষর করা হয়েছে। ১৯৭৭ সাল থেকে অন্য প্রেসিডেন্টরাও এটিতে স্বাক্ষর করেছেন। এভাবেই তারা ক্ষমতা পেয়েছেন।’ ট্রাম্প মনে করেন মেক্সিকো সীমান্তে যুক্তরাষ্ট্রের নিয়ণÍ্রন নেই। তিনি বলেন, মাদক, মানব ব্যবসায়ী সব কিছুই আমাদের সীমানা দিয়ে অবাধে প্রবেশ করছে। সব ধরণের অপরাধী চক্র প্রবেশ করছে। আমরা আমাদের নিজের সীমানা নিয়ন্ত্রণ করতে পারছি না। এটা খুব বড় সমস্যা।’
জরুরী অবস্থা ঘোষণার আগে স্পেন্ডিং বিলে স্বাক্ষর করবেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে গত মঙ্গলবার পুরাতন স্পেন্ডিং বিলে স্বাক্ষর করলেও এতে দেওয়ালের বিষয়ে কোন উল্লেখ ছিলো না। ডেমোক্র্যাটরা বলছেন, যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করা হলে তারা ট্রাম্পের ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। কারণ, ট্রাম্প যা করতে যাচ্ছেন তা আইন সম্মত নয় । সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা রিপাবলিকান সিনেটর মিচ ম্যাককনেল এর চেষ্টায় এর আগের বিলটি স্বাক্ষর হয়েছিলো। তিনি আপাতত শাটডাউন এড়াতে পারলেও চুড়ান্ত বিপর্যয় ঘটানো থেকে ঠেকাতে পারছেন না অতি চঞ্চলতায় ভোগা ডোনাল্ড ট্রাম্পকে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের জেদ মেটাতে জরুরী অবস্থা জারি হলে তা সরকার এবং কংগ্রেসের মধ্যে এক ভয়াবহ ক্ষমতার ভারসাম্যহীনতা তৈরী করবে। এই ভারসাম্যহীনতা রিপাবলিকান রাজনীতিবীদদের যে শুধু বিব্রত করবে তাই নয়, এটি দলটির জন্য দীর্ঘস্থায়ী ক্ষতির কারণও হবে।
জরীরী অবস্থা জারির পর দেওয়াল নির্মাণের জন্য ৮০০ কোটি ডলার নিজের নিয়ণÍ্রনে নেবেন ট্রাম্প। হোয়াইট হাউজের এক কর্মকর্তা এই কথা জানিয়েছেন। এর মধ্যে ৩৫০ কোটি ডলার সংগ্রহ করা হবে, প্রতিরক্ষা বিভাগের সামরিক নির্মান প্রকল্প থেকে। ২৫০ কোটি ডলার নেওয়া হবে মাদক বিরোধী প্রকল্প থেকে, ৬০ কোটি ডলার নেওয়া হবে ট্রেজারি বিভাগের মাদক বিরোধী প্রকল্প থেকে। ট্রাম্প বরাবর বলে আসছেন, তার প্রতিশ্রুত দেওয়ালটি হবে অত্যন্ত ‘সুন্দর’। তিনি আবারও প্রমাণ করলেন এই দেওয়াল নির্মানে যে কোন কিছু করতে পারেন তিনি। সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়