শিরোনাম
◈ আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে: মধ্যরাতে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ (ভিডিও) ◈ মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ 'আ. লীগের বিচার না করলে জনগণ আবার আন্দোলনে নামবে' (ভিডিও) ◈ বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট (ভিডিও) ◈ দেশের সব মেডিকেল কলেজে সোমবার ‘একাডেমিক শাটডাউন’ ◈ এবার জামায়াতের আমীরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে শিবির ◈ জুনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে নেপাল ◈ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি; ভুক্তভোগী নারীর লোমহর্ষক বর্ণনা! ভিডিও ◈ মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে: ছাত্রদল

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০৯ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 ডারবানে লঙ্কানদের সামনে ৩০৪ রানের বড় লক্ষ্য

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ইনিংসেও দলীয় তিনশ রানের আগে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে প্রথম ইনিংসে পাওয়া লিডের সুবাদে লঙ্কানদের বড় লক্ষ্য দিতে সক্ষম হয়েছে প্রোটিয়ারা।

ডারবান টেস্টে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হলে ৪৪ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আজ ২৫৯ রানে সবকটি উইকেট হারায় স্বাগতিকরা। তাতে জয়ের জন্য ৩০৪ রানের লক্ষ্য পায় শ্রীলঙ্কা। সেই লক্ষ্য তাড়ায় আজ ৩ উইকেটে ৮৩ রানে তৃতীয় দিনের খেলা শেষ করে শ্রীলঙ্কা। চতুর্থ দিনে মাঠে নামার আগে ৭ উইকেট হাতে নিয়ে ২২১ রানে পিছিয়ে সফরকারী দলটি।

৪ উইকেটে ১২৬ রান নিয়ে আজ তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। ২৫ রান নিয়ে ব্যাট করতে নামা অধিনায়ক ফাফ ডু প্লেসি আজ ১০ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন। ১৮২ বলে ১১ চারে ব্যক্তিগত ৯০ রানে বিশ্ব ফের্নান্দোর বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি।

ডু প্লেসির সঙ্গে ব্যক্তিগত ১৫ রান নিয়ে ব্যাট করতে নেমে আজ ফিফটির দেখা পেয়েছেন কুইন্টন ডি কক। ৬২ বলে ৫৫ রানের ইনিংস খেলে লাসিথ অ্যাম্বুলডেনিয়ার এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। এর আগে পঞ্চম উইকেট জুটিতে ডু প্লেসির সঙ্গে ৯৬ রান করেন তিনি। তার আউটের পর ভারনন ফিল্যান্ডার ১৮ ছাড়া আর কেউ দুই অঙ্ক ছুঁতে না পারায় ২৫৯ রানেই থামে প্রোটিয়াদের দৌঁড়।

বল হাতে শ্রীলঙ্কার হয়ে প্রথম ইনিংসের মতো ৪টি উইকেট নেন বিশ্ব ফের্নান্দো। তার সঙ্গে ৫টি উইকেট পান লাসিথ অ্যাম্বুলডেনিয়া।

জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে অধিনায়ক দিমুথ করুনারত্নে ২০, লাহিরু থিরিমান্নে ২১ ও কুশাল মেন্ডিস শূন্য রানে আউট হয়েছেন। ২৮ রানে অপরাজিত রয়েছেন ওশাদা ফের্নান্দো। তার সঙ্গে ১২ রানে অপরাজিত রয়েছেন কুশাল পেরেরা। স্টেইন-রাবাদ-ফিল্যান্ডারদের চোখ রাঙানি উপেক্ষা করে লঙ্কানরা চতুর্থদিন কতদূর যেতে পারে সেটাই দেখার অপেক্ষা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়