স্পোর্টস ডেস্ক: অধিনায়ক ছাড়াও জাতীয় দলের জন্য ভালো করা যায় বললেন পাকিস্তান অলরাউন্ডার শোয়েব মালিক। আসন্ন ২০১৯ ইংল্যান্ড ও ওয়ালেস বিশ্বকাপের জন্য সারফরাজ আহম্মেদকে অধিনায়কের দায়িত্ব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তখন তিনি এক ইনটারভিউতে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।
মালিক বলেন, ’আমি মনে করি না শুধু অধিনায়ক হলেই ভালো কিছু করা যায়। আমি নতুনদের হেল্প করি এবং আমার অভিজ্ঞতাও তাদের সাথে শেয়ার করি। একজন ক্রিকেটার হিসেবে অবসর নেওয়ার আগে পর্যন্ত আমি আমার সেরাটাই দিয়ে যাবো।’
তিনি আরো বলেন, ’আসন্ন বিশ্বকাপের জন্য সারফরাজকে অধিনায়কের দায়িত্ব দেওয়ায় আমি খুশি।’
এছাড়াও মালিক পাকিস্তান সুপার লীগ নিয়ে বলেন, ২০১৬ তে শুরু হওয়া পিএসএল অনেক উন্নতি করেছে।
পাকিস্তানের সাবেক এই অধিনায়ক পিএসএল এর চতুর্থ আসরে মুলতান সুলতানস দলের হয়ে খেলবেন। অধিনায়কের দায়িত্বও তিনিই করবেন।
আপনার মতামত লিখুন :