রাশিদ রিয়াজ : ইরান মার্কিন অবরোধ মোকাবেলায় বিভিন্ন দেশের সঙ্গে নিজস্ব মুদ্রায় লেনদেন, বার্টার চার্টার প্রক্রিয়ায় বাণিজ্যিক লেনদেন ছাড়াও এবার নিজস্ব ক্রিপ্টো কারেন্সি ছাড়াতে যাচ্ছে। স্থানীয় চারটি ব্যাংক ও ঘোগনুস একত্রে মিলে এধরনের ক্রিপ্টোকারেন্সি ছাড়তে যাচ্ছে যার নাম দেয়া হয়েছে পেমন ক্রিপ্টোকারেন্সি। স্বর্ণের মজুদের ওপর এর মানদ- নির্ধারিত হবে। অবরোধকে পাশ কাটিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেন অক্ষুণœ রাখাই হবে এ ক্রিপ্টোকারেন্সির অন্যতম উদ্দেশ্য। স্পুটনিক ইন্টারন্যাশনাল
ইরানের ফারা বোর্স ওটিসি সিকিউরিটিজ মার্কেটে এধরনের ক্রিপ্টোকারেন্সির লেনদেন চলবে। বাজার বিশেষজ্ঞ হামিদ রেজা শাবানি বলেন, ইরানের এধরনের ডিজিটাল মুদ্রা আন্তর্জাতিক লেনদেনে এক নতুন মাত্রা যোগ করবে।