শিরোনাম
◈ এবার চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের, টিকটক চুক্তি বিলম্বিত হতে পারে ◈ ভারত-বাংলাদেশ সম্পর্কে স্থিতিশীলতার ইঙ্গিত, পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আহ্বান বিশেষজ্ঞের ◈ হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুঁশিয়ারি ◈ কনফারেন্স লিগে জিত‌লো লে‌গিয়া ওয়ারস, সেমিফাইনালে গে‌লো চেলসি ◈ দুর্ঘটনার পর ছাদ উড়ে গেল ‘বরিশাল এক্সপ্রেস’ বাসের, থামেননি চালক, আহত কয়েকজন ◈ চীনা আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ নেতাকে ফিল্মি স্টাইলে খুন ◈ ব্রিজ বিশ্বকাপ খেলবে বাংলাদেশ ◈ ইউক্রেন যুদ্ধ বন্ধে নয়া উদ্যোগ: প্যারিস বৈঠকের পর রাশিয়া-ইউক্রেন শান্তিচেষ্টায় যুক্ত হলো ইউরোপ ◈ মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ ◈ বিশ্ব ‘লিজিয়ন’ গড়ার স্বপ্নে ইলন মাস্ক: সন্তানের মা হতে নারীদের প্রস্তাব, গোপন চুক্তি ও বিতর্কের ঝড়

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১৮ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুক্রবারের মধ্যেই মানচিত্র সংশোধন করবে মিয়ানমার

নিউজ ডেস্ক : বাংলাদেশের সমুদ্রসীমার কিছু অংশ (সেন্ট মার্টিন) মিয়ানমার তার মানচিত্রে দেখানোর প্রতিবাদের মুখে আগামীকাল শুক্রবারের মধ্যেই দেশটি তাদের মানচিত্র সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছে। ডেইলি-বাংলাদেশ।

বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আপত্তি জানাতে ঢাকায় নিযুক্ত দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং খেয়োকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক মহাপরিচালক দেলোয়ার হোসেন তাকে এ তলব করেন।

এসময় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের হাতে এ সংক্রান্ত একটি প্রতিবাদপত্র তুলে দেয়া হয়।

এতে বলা হয়, মিয়ানমারের একটি সরকারি ওয়েবসাইটে যে মানচিত্রের ছবি ব্যবহার করা হয়েছে তাতে বাংলাদেশের সুমদ্রসীমার কিছু অংশ রয়েছে। এ প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানিয়ে তা দ্রুত সংশোধনের দাবি করা হয়েছে।

বৈঠকের পর দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক মহাপরিচালক দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, এর আগে গত বছরের ৬ অক্টোবর মিয়ানমার তাদের একটি সরকারি ওয়েবসাইটে একই ধরনের কাজ করেছিল। তখন আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম এবং ওই মানচিত্রের সংশোধন দেয়ার কথা বলি। বাংলাদেশের চাপের মুখে তখন তারা সেটি সংশোধনও করে। এরপরও চলতি মাসে দেশটির আরেকটি ওয়েবসাইটে বাংলাদেশের সমুদ্রসীমার কিছু অংশকে নিজেদের মানচিত্রে দেখিয়েছে মিয়ানমার।

তিনি আরো বলেন, আমরা মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে তার কাছে জানতে চেয়েছি, তারা বারবার একই ভুল কেন করছে? এতে তিনিও একমত হয়েছেন যে, এটি ঘটার কোনো কারণ ছিল না। তারা তাদের ভুল স্বীকার করেছে। আমরা তাদের বলেছি অবিলম্বে এই ভুল সংশোধন করতে।

দেলোয়ার হোসেন জানান, মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আমার এখান থেকেই তাদের দেশে যোগাযোগ করেছে। আগামীকাল শুক্রবার তাদের কর্মদিবস রয়েছে। আগামীকালের মধ্যেই তারা মানচিত্রের ভুল ঠিক করে দেবে বলে প্রতিশ্রুতি পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়