শিরোনাম
◈ হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুঁশিয়ারি ◈ কনফারেন্স লিগে জিত‌লো লে‌গিয়া ওয়ারস, সেমিফাইনালে গে‌লো চেলসি ◈ দুর্ঘটনার পর ছাদ উড়ে গেল ‘বরিশাল এক্সপ্রেস’ বাসের, থামেননি চালক, আহত কয়েকজন ◈ চীনা আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ নেতাকে ফিল্মি স্টাইলে খুন ◈ ব্রিজ বিশ্বকাপ খেলবে বাংলাদেশ ◈ ইউক্রেন যুদ্ধ বন্ধে নয়া উদ্যোগ: প্যারিস বৈঠকের পর রাশিয়া-ইউক্রেন শান্তিচেষ্টায় যুক্ত হলো ইউরোপ ◈ মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ ◈ বিশ্ব ‘লিজিয়ন’ গড়ার স্বপ্নে ইলন মাস্ক: সন্তানের মা হতে নারীদের প্রস্তাব, গোপন চুক্তি ও বিতর্কের ঝড় ◈ ‘মৃত্যুর দিন গুনতে থাক, মৃত্যু খুব কাছে তোর’, চেয়ারম্যানকে পোস্টার সাঁটিয়ে মৃত্যুর হুমকি ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে লিওঁ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে ম‌্যন‌চেস্টার ইউনাই‌টেড 

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৬ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈশ্বিক জ্বালানি তেলের সরবরাহ কমালো ওপেক

নূর মাজিদ : আন্তর্জাতিক বাজারের বৃহৎ জ্বালানি তেল সরবরাহক দেশগুলোর জোট ওপেক গত মঙ্গলবার বৈশ্বিক জ্বালানি তেল সরবরাহ সমানোর ঘোষণা দিয়েছে। নতুন একটি চুক্তির আওতায় ওপেক দেশগুলো এই তেল সরবরাহ কমিয়েছে। তবে এরপরেও আশ্বস্ত নয় ওপেক, সংস্থাটির বিবৃতিতে ২০১৯ সালে বিশ্ব বাজারে তেলের দর কম থাকার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। ওপেক বলছে, এখনও বাজারে চাহিদার চাইতে সরবরাহের পরিমাণ বেশি থাকায় এমনটি হচ্ছে। রয়টার্স, ইন্ডিপেন্ডেন্ট অনলাইন

মঙ্গলবার সংস্থাটির মাসিক প্রতিবেদনে এসকল তথ্য প্রকাশ করে। সেখানে বলা হয়, জানুয়ারিতে দৈনিক ৮ লাখ ব্যারেল কমে তাদের মোট উৎপাদন ৩ কোটি ৮১ লাখ ব্যারেলে নেমে আসে। তবে কর্তিত সরবরাহের পরিমাণও বাজারের বিদ্যমান চাহিদার চাইতে বেশি। তেলের দর নিয়ে বিশ্বব্যাপী পণ্যটির উৎপাদন বৃদ্ধি এবং প্রতিযোগী দেশগুলোর বাড়তি তেল উৎপাদন ও সরবরাহকে তেলের দরপতনের পেছনে দায়ী করেছে ওপেক প্রতিবেদন। জানুয়ারি মাসের ১ তারিখ থেকেই দৈনিক ৮ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয়া হয়।

একইসঙ্গে ২০১৯ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ দশমিক ৩ শতাংশ হবে বলে পূর্বাভাষ দিয়েছে ওপেক। বিশেষ করে, বৈশ্বিক বাণিজ্যের পরিবেশকে ঘিরে যে অনিশ্চয়তার মেঘ রয়েছে তা নিয়েও শঙ্কা রয়েছে। ফলে তেলের চাহিদা ও দর কমার জোরালো সম্ভাবনা রয়েছে। সবমিলিয়ে ওপেক প্রতিবেদন বৈশ্বিক তেলের বাজারের অবস্থা নিয়ে একটি নেতিবাচক পরিস্থিতি আশঙ্কা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়