শিরোনাম
◈ আত্মগোপনে থাকা কুমিল্লা সদর আসনের সাবেক এমপি বাহারের ছবি ভাইরাল ◈ রাখাইনে অর্থনীতি ভেঙ্গে পড়ায় দুর্ভিক্ষ ভয়াল হাতছানি: জাতিসংঘ ◈ ‘আমি দলের সমস্ত নেতাকর্মীদের ফেলে পালিয়ে যাই’, বিএনপির শোভাযাত্রায় ‘খাঁচায় বন্দি শেখ হাসিনা’ ◈ অন্তর্বর্তী সরকার 'এনজিও শাসিত' নয়, প্রমাণ দিলেন প্রেসসচিব ◈ মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডারের বাংলাদেশ সফর ◈ চীন গেলেন  বিমান বাহিনী প্রধান  ◈ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সঙ্গে মামলাও বাতিল হবে: আইন উপদেষ্টা (ভিডিও) ◈ আয়কর রিটার্ন  দাখিল বাধ্যতামূলক যাদের জন্য ◈ বাংলাদেশের বিরুদ্ধে কানপুর টেস্টে বাজে আউটফিল্ড, শাস্তি পেলো ভারতের মাঠ ◈ মিরাজের দাবি, পিচের কারণে প্রথম ওয়ানডে হেরেছে বাংলাদেশ

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৬ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈশ্বিক জ্বালানি তেলের সরবরাহ কমালো ওপেক

নূর মাজিদ : আন্তর্জাতিক বাজারের বৃহৎ জ্বালানি তেল সরবরাহক দেশগুলোর জোট ওপেক গত মঙ্গলবার বৈশ্বিক জ্বালানি তেল সরবরাহ সমানোর ঘোষণা দিয়েছে। নতুন একটি চুক্তির আওতায় ওপেক দেশগুলো এই তেল সরবরাহ কমিয়েছে। তবে এরপরেও আশ্বস্ত নয় ওপেক, সংস্থাটির বিবৃতিতে ২০১৯ সালে বিশ্ব বাজারে তেলের দর কম থাকার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। ওপেক বলছে, এখনও বাজারে চাহিদার চাইতে সরবরাহের পরিমাণ বেশি থাকায় এমনটি হচ্ছে। রয়টার্স, ইন্ডিপেন্ডেন্ট অনলাইন

মঙ্গলবার সংস্থাটির মাসিক প্রতিবেদনে এসকল তথ্য প্রকাশ করে। সেখানে বলা হয়, জানুয়ারিতে দৈনিক ৮ লাখ ব্যারেল কমে তাদের মোট উৎপাদন ৩ কোটি ৮১ লাখ ব্যারেলে নেমে আসে। তবে কর্তিত সরবরাহের পরিমাণও বাজারের বিদ্যমান চাহিদার চাইতে বেশি। তেলের দর নিয়ে বিশ্বব্যাপী পণ্যটির উৎপাদন বৃদ্ধি এবং প্রতিযোগী দেশগুলোর বাড়তি তেল উৎপাদন ও সরবরাহকে তেলের দরপতনের পেছনে দায়ী করেছে ওপেক প্রতিবেদন। জানুয়ারি মাসের ১ তারিখ থেকেই দৈনিক ৮ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয়া হয়।

একইসঙ্গে ২০১৯ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ দশমিক ৩ শতাংশ হবে বলে পূর্বাভাষ দিয়েছে ওপেক। বিশেষ করে, বৈশ্বিক বাণিজ্যের পরিবেশকে ঘিরে যে অনিশ্চয়তার মেঘ রয়েছে তা নিয়েও শঙ্কা রয়েছে। ফলে তেলের চাহিদা ও দর কমার জোরালো সম্ভাবনা রয়েছে। সবমিলিয়ে ওপেক প্রতিবেদন বৈশ্বিক তেলের বাজারের অবস্থা নিয়ে একটি নেতিবাচক পরিস্থিতি আশঙ্কা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়