রাশিদ রিয়াজ : যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক গাড়ি চালক সময়মত গাড়ি ঋণ পরিশোধ করেন না। বেকারত্ব হ্রাস পেলেও কিংবা মার্কিন অর্থনীতি গতি লাভ করছে এমন বলা হলেও ফেডারেল রিজার্ভ ব্যাংক এক প্রতিবেদনে বলছে গাড়ি ঋণ পরিশোধ না করা রীতিমত অপরাধে পরিণত হয়েছে এবং এর পরিমান দাঁড়িয়েছে ৫৮ হাজার ৪’শ কোটি ডলার। ২০১৭ সালে এধরনের খেলাপির পরিমান ছিল ৫৬ হাজার ৯’শ কোটি ডলার। স্পুটনিক
এসব খেলাপি চালকদের অধিকাংশই গত তিন মাস ধরে তাদের ঋণ পরিধোধ করছেন না। ২০১০ সাল থেকে এধরনের ঋণ পরিশোধে অনীহা বাড়তে থাকে। বলা হচ্ছে এধরনের গাড়ি ঋণ সময়মত পরিশোধ করলে তা মার্কিন অর্থনীতিতে উলম্ফন যোগ করত। বাজার বিশ্লেষক ড্যানিয়েল স্যাঙ্কি বলেন, এসব ঋণ গ্রহীতার অধিকাংশই কোনো নিশ্চিত আয়ের ওপর নির্ভরশীল নয়, উপরন্তু এরা দিন আনে দিন খায় এধরনের আয়ের ওপর ভরসা করায় সময়মত ঋণ পরিশোধে অনীহা বা অক্ষমতা রয়েছে।
আপনার মতামত লিখুন :