শিরোনাম
◈ টঙ্গী মাজার বস্তিতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী শাহরিয়ার হোসেন সৈকত সহ ৬ জন গ্রেফতার ◈ যৌথবাহিনীর সহযোগিতায় বিমানবন্দর এলাকার ফুটপাতের ৭০ দোকানপাট উচ্ছেদ ◈ পোশাক রপ্তানি স্বাভাবিক রাখতে ঢাকা ও সিলেট বিমানবন্দর ব্যবহার করা হবে : বাণিজ্য উপদেষ্টা ◈ পলাতক কামাল-কাদেরসহ ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন ◈ ক্রীড়া প্রতিযোগিতায় আসা নারীদের বাথরুমে গোপনে ভিডিও ধারণ, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারী আটক ◈ কারাগারে এসএসসি পরীক্ষা কুমিল্লা বোর্ডের দুই শিক্ষার্থীর ◈ প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই, গুজব ছড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের ওপর চাপ বাড়াবেন না: শিক্ষা উপদেষ্টা ◈ আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ ◈ ইউক্রেনে রাশিয়ার হয়ে দেড় শতাধিক চীনা নাগরিক যুদ্ধ করছে বলে মন্তব্য করেছেন জেলেনস্কি ◈ ফিলিস্তিনকে 'কয়েক মাসের মধ্যে' রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স: মাখোঁ

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫১ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনোয়ারুল হক বললেন, ভালোবাসা দিবসের বাণিজ্যিকীকরণে হারিয়ে যাচ্ছে স্বৈরাচার প্রতিরোধ দিবসের চেতনা

আমিরুল ইসলাম : আজ ১৪ ফেব্রুয়ারি, স্বৈরাচার প্রতিরোধ দিবস। ১৯৮৩ সালের এই দিনেই জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে শুরু হয় ছাত্র আন্দোলন। কালক্রমে যেটি গণআন্দোলনে রূপ নিয়েছেলো। সেই আন্দোলন সম্পর্কে জানতে চাইলে স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, তৎকালীন ছাত্র ইউনিয়নের সভাপতি আনোয়ারুল হক বলেছেন, তরুণ সমাজ ভালোবাসার বাণিজ্যিকীকরণের দিকে না ঝুঁকে দেশকে ভালোবেসে শিক্ষা ও গণতন্ত্রের জন্য লড়াই করবে এমন স্বপ্নই দেখি।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমাদের বাংলাদেশ ছাত্র আন্দোলনের দেশ। ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি ছাত্র আন্দোলনের গৌরবময় মুকুটে আরেকটা পালক সংযোজিত হয়েছিলো। ১৪ ফেব্রুয়ারির পথ ধরেই আমাদের দেশের ছাত্র সমাজ এরশাদ বিরোধী আন্দোলনে ও নব্বইয়ের গণ-অভ্যুত্থান সংঘটিত করে। ঐদিন সামরিক শাসনের এক বছরের মধ্যেই গণতান্ত্রিক অধিকারের দাবিতে একটা ছাত্র আন্দোলন যে গড়ে ওঠে সেটা প্রমাণ করে আমাদের দেশে স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নেয়ার একটা অন্তর্নিহিত তাগিদ বাংলাদেশের ছাত্র সমাজের মধ্যে সব সময়ই বিরাজমান। তবে সেদিন আমরা যে ধারাটা শুরু করেছিলাম সে পথ আজও ফুরায়নি। গণতন্ত্রতো প্রাতিষ্ঠানিক রুপ পায়নি বরং আজকে গণতান্ত্রিক অধিকারসমূহ মারাত্মকভাবে সংকুচিত। দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তাদের নিরপেক্ষতা হারিয়েছে। এগুলোকে দলীয়করণ করা হয়েছে। অথচ গণতন্ত্রের জন্য লড়াই করতে করতে দেশটিই স্বাধীন করে ফেললো যেদেশের মানুষ। সেদেশে গণতন্ত্রের নামে, ভোটের নামে তামাশা হবে এটা বড়ই বেদনাদায়ক। আজকে উন্নয়নের কথা বলা হচ্ছে। কিন্তু উন্নয়ন এবং গণতন্ত্র যদি হাত ধরাধরি করে না আগায়, উন্নয়ন যদি গণতন্ত্রের হাত ছেড়ে দেয় সে উন্নয়ন হবে বিকৃত উন্নয়ন। তার ফল ভোগ করবে লুটেরারা, দেশের মানুষ না। তাই উন্নয়ন এবং গণতন্ত্র হাতে হাত ধরে আগাতে হবে। সেদিক থেকে এক অচলায়তনের সৃষ্টি হয়েছে আমাদের দেশে। ১৪ ফেব্রুয়ারি থেকে শিক্ষা নিয়ে সে অচলায়তন ভাঙার লড়াইয়ে আমাদের দেশের ছাত্র-তরুণরা এগিয়ে আসবে এটাই আশা করি, কামনা করি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৪ ফেব্রুয়ারির আকাক্সক্ষা ছিলো শিক্ষার অধিকার ও গণতান্ত্রিক অধিকার। সে অধিকারের জন্য যদি আজকের তরুণ প্রজন্ম এগিয়ে আসে। দলমত নির্বিশেষে যদি আমাদের দেশটাকে আবার একটা গণতান্ত্রিক রীতিনীতি ও পদ্ধতির মধ্যে আনা যায় তাহলে ১৪ ফেব্রুয়ারি এরশাদবিরোধী আন্দোলনের স্বপ্ন পূরণ হবে। আজকে বাণিজ্যিকীকরণের যুগে ১৪ ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসের যে বাণিজ্য চলছে, এটার মাধ্যমে এরশাদ বিরোধী আন্দোলনকে জব্দ করার চেষ্টা আছে। আসলেতো শিক্ষার জন্য লড়াই, গণতন্ত্রের জন্য লড়াই এগুলো একত্রে দেশকে ভালোবাসার লড়াই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়