শিরোনাম
◈ দেশে ৪৫ হাজার ভারতীয় বৈধভাবে অবস্থান করছেন, ৫ আগস্ট পর এ সংখ্যা আরো বেড়েছে ◈ একাত্তরের যুদ্ধের শেষ দিনগুলোতে ইয়াহিয়া খান কী করছিলেন? চীনের এড়িয়ে যাওয়া, জাতির প্রতি ইয়াহিয়ার বার্তা ◈ রাতে বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা করবে ফিফা ◈ বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালুর তারিখ ঘোষণা করলো থাইল্যান্ড, যেভাবে আবেদন করা যাবে ◈ সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীর হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ ◈ বিডিআর হত্যাকাণ্ডে ন্যায়বিচার নিশ্চিতে আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি ◈ মিশরের কায়রোতে ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ◈ পদত্যাগের ঘোষণা দিয়েছেন কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, ট্রুডোকে প্রকাশ্যে ক্ষমতা ছাড়ার আহ্বান পাঁচ এমপির ◈ এক টাকাও খরচ করতে পারেনি দুই মন্ত্রণালয়! ◈ পাকিস্তানের গণমাধ্যমে মুক্তিযুদ্ধের খবর প্রকাশ পেল কীভাবে?

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৭ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জেরে স্কুল ছাত্র হত্যা

আব্দুম মুনিব, কুষ্টিয়া : কুষ্টিয়া কুমারখালীর লাহিনী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আব্দুুুুর রহমান রতন (১৫) নামে এক স্কুল ছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার বেলা সাড়ে ১২টায় কালীগঙ্গা নদী সংলগ্ন স্থানীয় শরিফুল ইসলামের সীমানা প্রাচীর ঘেরা নির্মাণাধীণ বাড়ীর একটি কক্ষ থেকে নিহতের লাশ উদ্ধার করেছে কুমারখালী থানা পুলিশ। নিহত রতন স্থানীয় টাইলস মিস্ত্রি আজম আলীর ছেলে ও লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্র।

নিহতের মা রওশন আরা খাতুন বলেন, মঙ্গলবার বিকেলে স্কুল থেকে ফিরে বাড়িতে ভাত খেয়ে ৪ টার দিকে রেড়িয়ে যায়। কিছুক্ষন পর থেকেই রতনের মোবাইলে কল করলে তা বন্ধ পাওয়া যায়। সন্ধা নাগাদ বাড়িতে ফিরে না আসায় পরিবারের সবাই চারদিকে খোঁজ করেও কোন সন্ধান পায়নি।

নিহত স্কুল ছাত্রের পিতা আজম আলীর অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে ঘটনাস্থল সংলগ্ন বাসিন্দা কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের হিসাব রক্ষক আব্দুর রাজ্জাক ওরফে রাজু মোল্লার যোগসাজসেই এই হত্যা ঘটে থাকতে পারে। তবে অভিযোগ অস্বীকার করে আব্দুর রাজ্জাক বলেন, তার সাথে আমার কোন দ্বন্দও নেই বা শত্রুতাও নেই। আজমের অভিযোগ সম্পূর্ণ রূপে মিথ্যা ও বানোয়াট।

প্রত্যক্ষদর্শী স্থানীয় মতিয়ার জানান, দুপুরে কালীগঙ্গা নদীতে গোসল করতে নামার মুহুর্তে নির্মাণাধীণ ওই বাড়ির প্রাচীরের নীচে চোখ যায়। এসময় হাত-পা ছড়ানো ও মাথার উপর ইট চাপায় ঢেকে থাকা লাশ দেখতে পায়। এরপর স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, একদিন আগে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ পাওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিত ভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে কোন দুর্বৃত্ত চক্র পরিকল্পিতভাবে হত্যা করে নির্মাণাধীন ওই বাড়ীর মধ্যে লাশ ফেলে রেখে যায়। তবে ঘটনায় যারাই জড়িত থাক তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়