আব্দুর রাজ্জাক : মহাকাশে চীন-রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। প্রতিবেদনে বেইজিং ও মস্কোর ক্রমবর্ধমান সক্ষমতা স্যাটেলাইট জগতে মার্কিন প্রভাবকে ক্ষতিগ্রস্ত করছে এবং হুমকি হয়ে দাঁড়াচ্ছে বলে পেন্টাগন সোমবার এক প্রতিবেদনে সতর্ক করেছে। সিএনএন
প্রতিরক্ষা গোয়েন্দারা গত সোমবার প্রকাশিত প্রতিবেদনে জানায়, মহাকাশ ভিত্তিক ব্যবস্থার ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরতা রয়েছে। তাই মার্কিন প্রভাব ঠেকাতে রাশিয়া ও চীন তাদের লেজারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে এবং মার্কিন স্যাটেলাইটগুলো ধ্বংস করার চেষ্টা করছে।
যুক্তরাষ্ট্র দেশটির স্যাটেলাইটগুলোর মাধ্যমে নেভিগেশন, অস্ত্রের লক্ষ্য নির্ধারণ, গোয়েন্দাদের সমাগম, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের ওপর দৃষ্টি রাখা ও চীন-রাশিয়ার সামরিক কর্মকান্ডের ওপর নজরদারির কাজ করে থাকে।
মার্কিন স্যাটেলাইটগুলোর মাধ্যমে শত্রুদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোও শনাক্ত করা হয়। চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার মহাকাশ সক্ষমতা নিরীক্ষা করে ‘চ্যালেঞ্জ টু সিকিউরিটি ইন স্পেস’ শিরোনামে প্রস্তুতকৃত প্রতিবেদনে এ তথ্যগুলো জানায় পেন্টাগন।
পেন্টাগনের প্রতিবেদনটি এমন একটি প্রেক্ষাপটে প্রকাশ করা হলো যখন মহাকাশে চীনের অব্যাহত অগ্রগতি ও উন্নতকরণ কার্যক্রম নিয়ে আলোচনা জোরদার হচ্ছে। সম্প্রতি দেশটি চাঁদের অদেখা অংশে রোবট পাঠিয়ে নতুন ইতিহাসও সৃষ্টি করেছে।
আপনার মতামত লিখুন :