মোহাম্মদ মাসুদ : সরকারি উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় এগিয়ে চলেছে হাইটেক পার্ক নির্মাণ কাজ। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশি ৫টি প্রতিষ্ঠান থেকে ১০ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে এ খাতে। সরকারি বেসরকারি এ উদ্যোগের ফলে আইটি সেক্টরের উন্নয়নের পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে। ইনডিপিনডেন্ট নিউজ
দ্রুত এগিয়ে চলেছে কালিয়াকৈরে ৩৫৫ একর জমির ওপর স্থাপিত বঙ্গবন্ধু হাইটেক সিটি। ইতিমধ্যে এর ৫০ ভাগ উন্নয়ন কাজ শেষ হয়েছে। আইসিটি মন্ত্রনালয়ের তথ্য মতে, আগামী ২০৩০ সালের মধ্যে পুরো পার্কটির শতভাগ কাজ শেষ হবে। বিনিয়োগ হবে ৫০০ মিলিয়ন ডলার, কর্মসংস্থান হবে ১ লাখ লোকের।
বর্তমানে ৩৫৫ একরের পার্কটির ৭ একর জায়গায় টি-আরফোর মানের একটি ডেটা সেন্টারের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া ৯৭ একর জায়গায় ১৮ জন বিনিয়োগকারী তাদের কারখানা নির্মাণ কাজ এগিয়ে নিচ্ছেন। একইভাবে দেশের বিভিন্ন জেলায় চলছে ২৮টি হাইটেক পার্ক নির্মাণের কাজ।
সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও উদ্যোগ নিয়েছে দেশের বিভিন্ন জেলায় হাইটেক পার্ক তৈরির। বিদেশি বিনিয়োগ নিয়ে কাজ করেন লামিনাল গ্রুপ। তারা জানান, সম্প্রতি দুবাই ও মধ্যপ্রাচ্য ভিত্তিক উদ্যোক্তাদের সাথে সাক্ষাতে ৪৫ বিলিয়ন ডলারের বিনিযোগ চুক্তি হয়েছে বিভিন্ন প্রকল্পে। এর মধ্যে ১০ বিলিয়ন ডলার ব্যয় হবে ৬৪টি জেলায় হাইটেক পার্ক নির্মাণে।
বিদেশি বিনিয়োগকে স্বাগত জানিয়ে আইসিটি প্রতিমন্ত্রী জানান, এসব আইটি পার্ক থেকে বিশ্বের প্রায় ৫০টি দেশে বাংলাদেশের তৈরি সফটওয়্যার ও আইটি সেবা রপ্তানি হবে।
আপনার মতামত লিখুন :