শিরোনাম
◈ পুলিশের পাঁচ ধাপে বলপ্রয়োগের সুপারিশ ◈ ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিন পর্যটক যাওয়া বন্ধ, হতাশায় ব্যবসায়ীরা ◈ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা ◈ অবশেষে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হামাস ◈ ছোটবেলার বন্ধুদের কবিতা আবৃত্তি করে শোনালেন মির্জা ফখরুল (ভিডিও) ◈ ফেব্রুয়ারিতে সংলাপ, দ্রুত ভোট চায় রাজনৈতিক দলগুলো ◈ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে হারালো বাংলাদেশের মেয়েরা ◈ পিএসএল বয়কটের ২৪ ঘণ্টার মধ্যেই ক্ষমা চেয়ে ফেরার ঘোষণা ইহসানউল্লাহর ◈ মিস্টার বাংলাদেশ নজরুল মারা গেলেন ◈ দাপট দেখিয়ে জিতলো পুলিশ, অনেক কষ্টে ব্রাদার্স হারালো ফর্টিসকে

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫৪ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আকাশের আত্মহত্যা ও পুরুষতান্ত্রিক তসলিমা নাসরিন

জব্বার হোসেন : নারীবাদ মানে এই নয় যুক্তিহীনভাবে নারীর সব ভালো, পুরুষের সবই মন্দ। পুরুষ মানেই বর্বর, অসভ্য, লম্পট, বদমাশ। আর নারীই কেবল মহৎ-মহান। নারীবাদ বরং ন্যায্যতা, নৈতিকতার বিবেচনা, সততা, সমতা, সম্মান, অধিকারের প্রশ্নে কেউ যে কারো চেয়ে ছোট নয়, বড় নয়, মানুষ হিসেবে নারী-পুরুষ সকলেই সমান- আমার কাছে এমনই মনে হয়। সূত্র : মিডিয়া ওয়াচ ডটকম
ডা. আকাশের আত্মহত্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে অনেক স্ট্যাটাস পড়ছি। ভিডিও ক্লিপ দেখছি। ইউটিউব ভরে আছে অসংখ্য ভিডিওতে। যদিও এসব ভিডিও ছড়াবার মূল কারণ বাণিজ্যিক। তবে এতোশত স্ট্যাটাস, লেখা, ভিডিওর মাঝে যার লেখাটা পড়ে ভীষণ মন খারাপ হয়েছে তিনি তসলিমা নাসরিন। মানবতাবাদী, নারীবাদী লেখক হিসেবে যার আন্তর্জাতিক পরিচিতি। যিনি নিজেও নির্যাতিত, নির্বাসিত হয়েছেন পুরুষতান্ত্রিক সমাজের রোষানলে, নারী অধিকারের পক্ষে বলার কারণে। সম্মান করেই বলছি, সেই তাকেই মনে হচ্ছে তিনি মানসিকভাবে আটকা পড়েছেন পুরুষতন্ত্রের জালে। অনেক কম বয়সী, মাঝ বয়সী, বেশি বয়সী নারীরা বুঝে বা না বুঝে পুরুষতন্ত্রের পৃষ্ঠপোষকতা করেন, তসলিমা নাসরিনের অসার যুক্তিগুলোকেও তাই মনে হয়েছে। তিনি ডা. মিতুর বহুগামিতাকে আশ্রয়-প্রশ্রয় দিতে গিয়ে, সমর্থন করতে গিয়ে, সমাজের নষ্ট, নোংরা, পরস্ত্রী নিয়ে ফষ্টিনষ্টি করা পুরুষদেরই সুবিধে করে দিচ্ছেন। শুধু আকার ইঙ্গিত করবার কারণে, মৌখিকভাবে উত্ত্যক্ত করার কারণে যখন কোনো মেয়ে ‘ইভটিজড’ হয়ে আত্মহত্যা করে, তখন যেমন সেই ছেলেকে দায়ী করি, তেমনি আকাশের জীবনকে দুর্বিষহ করে তোলা মিতু কেন আকাশের মৃত্যুর জন্য দায়ী হবে না? মিতু তো স্বীকারও করে নিয়েছে যৌন উশৃঙ্খলার কথা, বহুগামিতার কথা।
আমি অনেকদিন ধরে যৌনমনস্তত্ত্ব নিয়ে কাজ করছি। এসএমসির মনোযৌন সংকট সমাধান সেল ‘টেলি জিজ্ঞাসার ডেস্কে’র সঙ্গে, যৌনতার নিরীক্ষা, গবেষণা, পর্যবেক্ষণের সঙ্গে যুক্ত থেকেছি। ফ্রয়েড এবং লাকাঁ অধ্যায়ন করছি অনেককাল, মানুষের যৌন আচরণ বুঝতে। সেই অভিজ্ঞতা থেকেই সেক্সুয়াল ভেরিয়েশন আর সেক্সুয়াল পারভার্সনের পার্থক্য বেশ বুঝতে পারি। সেক্সুয়াল পারভার্সনের সঙ্গে প্রফেশনের কোনো সম্পর্ক নেই। যৌন বিকৃতি ব্যক্তির একান্ত নিজস্ব। কে ডাক্তার, কে প্রকৌশলী, কে সংসদ সদস্য, কে লেখক, কে বিজ্ঞানী, কে আইনজীবী- তাতে কী আসে যায়?
মিতুর রতিক্রিয়ার ধরন, যৌন আচরণ, যৌন চাহিদা, যৌন আনন্দ-সবকিছু পর্যবেক্ষণ করে দায়িত্ব নিয়েই বলছি, তিনি যৌনবিকৃত একজন মানুষ। মনে রাখতে হবে, যৌন বিকারগ্রস্ততার সঙ্গে বিবাহিত কী অবিবাহিতের কোনো সম্পর্ক নেই। নারী-পুরুষের সম্পর্ক নেই। সম্পর্ক আছে সাইকিক স্ট্রাকচারের, পাভার্ট স্ট্রাকচারের, প্লেজার প্রিন্সিপালের।
বহু বিবাহিত নারী আছেন, পুরুষ আছেন- যৌনবিকৃত। এর একটিও আমার মনগড়া কথা নয়, ফ্রয়েড এবং লাকাঁর কথা। আমি আশা করেছিলাম, তসলিমা নাসরিন একসময় চিকিৎসক ছিলেন, বুঝবেন। তা না করে তিনি রীতিমতো আমাকে হতাশ করেছেন। তসলিমা, আপনাকে মানবিক মানুষ বলে জানি। কিন্তু ডা. আকাশের মৃত্যুর যে চিত্রকল্প আপনি এঁকেছেন তা বড় নিষ্ঠুর, অমানবিক। মনে হয়েছে আকাশের মৃত্যু নিয়ে আপনি বড় হেলাফেলা করছেন, খেলোভাবে দেখছেন, ছেলেখেলা করছেন, তামাশা করছেন। তা না হলে আকাশ খুব শখে, সুখে মরেছে প্রায় এমন কথা কী করে বলতে পারেন? কী করে জানেন, মৃত্যু যন্ত্রণা ভোগ করেনি আকাশ? প্রতিটি মানুষই তো জগতে বাঁচতে চায়। আপনার মতো বরেণ্য, খ্যাতিমান মানুষ আর পথের ভিখেরি কারো বাঁচার ইচ্ছেয় কী একবিন্দু পার্থক্য আছে? ঘুমিয়ে যাওয়া আর রেসপিরেটরি সিস্টেমকে প্যারালাইজড করে মৃত্যুর মুখ গহ্বরের দিকে যাওয়া কী কোনোভাবে এক? শুধু তাই নয়, আপনি বলেছেন, ধরা যাক আকাশ যৌনতায় অক্ষম বা অপারদর্শী। মেডিকেল সায়েন্সে কোনো ক্লিনিক্যাল ডায়াগনোসিস ছাড়া এমনভাবে ‘ধরা যাক’, ‘মনে হয়’ প্রকারের কিছু বলার কী কোনো সুযোগ আছে? কে বলেছে আপনাকে আকাশ অক্ষম? যদি তাই হবে ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত চুটিয়ে প্রেম করে, মিতু কেন আকাশকে বিয়ে করতে গেলো?
যে আপনি মেয়েদের ‘যৌনবস্তু’, ‘সেক্সুয়াল অবজেক্ট’ হিসেবে দেখার ঘোরবিরোধী, সেই আপনি পুরুষের বেলায় যখন সক্ষমতা, অক্ষমতা, পারা, না পারা, করা, না করা নিয়ে চিন্তিত তখন তো মনে হতে বাধ্য, আপনিও পুরুষদের সেক্সুয়াল অবজেক্ট হিসেবেই দেখেন, দেখতে অভ্যস্ত। কেন পুরুষকে যৌনবস্তুর বাইরে মানুষ হিসেবে চিন্তা করতে আপত্তি? আপনি তৃতীয় আরেকজনকে এনে থ্রিসাম করার পরামর্শও দিয়েছেন। অথচ ইউরোপেই দেখেছি, যৌন সম্পর্ক নেই, কিন্তু ভালোবেসে একত্রবাস করছে দিনের পর দিন অনেকেই। হ্যাঁ, শুধু ভালোবেসেই। মনে রাখতে হবে, সেক্স সবসময় সেক্সুয়ালও নয় কিন্তু।
বলেছেন, ‘মিতুকে ভালোবেসে জীবন উৎসর্গ করেনি আকাশ। ভালোবেসে মানুষ যেমন সহায়-সম্পত্তি থুয়ে যায়।’ আরও বলেছেন, ‘দেনমোহরের চৌত্রিশ লাখ টাকা শোধ না করেই মরেছে।’ ভালোবাসা কী বস্তুগত? ফ্ল্যাট, প্লট, গাড়ির চাবি এসব বস্তুগত সামগ্রীই কী ভালোবাসা? দেনমোহর তো একটি ধর্মীয় রীতি। যে ধর্মের প্রতি আপনার বিশ্বাস আস্থা সম্মান কোনোটিই নেই বলে অনেকবার জানিয়েছেন, সেই ধর্মের শুধু ‘দেনমোহর’ রীতির ওপর আপনার বিশ্বাস ও আগ্রহ, আপনাকেই প্রশ্নবিদ্ধ করে, ভেবে দেখেছেন কী?
আপনি পুরুষের পতিতাগমন, ধর্ষণ, বহুগামিতার কথা বলেছেন। অস্বীকার করছি না, এসব বদ স্বভাব অনেক পুরুষের লক্ষণীয়। তবে ‘অনেক’ পুরুষ তো সব পুরুষ নয়। বেশ্যালয়গমন, ধর্ষণ তো নিন্দনীয়, কোনো সুস্থ স্বাভাবিক মানুষই এসব বদ স্বভাবকে, বহুগামিতাকে, বিকৃতিকে ভালো চোখে দেখেন না। দেখার সুযোগও নেই। সমাজে তো খুনও হয়, হচ্ছে। তাই বলে খুন দিয়ে কী হত্যাকে জাস্টিফাই করা যাবে? একটি অন্যায় ঘটে বলে কী আরেকটি অপরাধকে সমর্থনের কোনো সুযোগ আছে। একটি অপকর্ম দিয়ে কী আরেকটি বদকর্ম জাস্টিফাই করতে হবে? তা নয় নিশ্চয়ই। আকাশ তার স্ত্রীর ‘পরপুরুষের সঙ্গে রসাত্মক কথাবার্তা, অর্ধ উলঙ্গ ছবি সবই পাবলিক করেছেন’- বলে আপনার আপত্তি। নারী হোক বা পুরুষ, এসব প্রতারকের চরিত্র কী উন্মোচন করা উচিত নয়? আপনার আত্মজীবনী ‘উতল হাওয়া’, ‘ক’-তে আপনার সঙ্গে প্রতারণা করা প্রেমিকদের, স্বামীদের নষ্ট চরিত্রের কথা, বহুগামিতার কথা পাবলিক করে আপনি যদি নৈতিক দায়িত্ব পালন করে থাকেন, তবে আকাশেরও তো প্রশংসাই পাওয়া উচিত। তবে কেন আকাশকে প্রশংসা না করে ভর্ৎসনা করছেন? প্রতারকের চেহারা উন্মোচনের সাহস, সে তো আপনার কাছ থেকেই আমরা শিখেছি। আমি বিশ্বাস করি ভালোবাসায়, সম্পর্কের সততায়, যৌনতার অধিকারে। একজনের সঙ্গে সম্পর্ক থাকাকালীন, অন্য আরেকজনকে ছুঁতে চাই না, শুতেও আমার আপত্তি। হোক সে পুরুষ, সে নারী। তাই তো হওয়া উচিত। প্রেম-কাম সবই হতে পারে, তবে তা একইসঙ্গে অনেকের সাথে হলেই সেটা বিকৃতি। কারো প্রতিই সেটি প্রেম নয়, টান নয়, বিকারগ্রস্ততা। বুঝতে হবে এটি তার সংখ্যা বৃদ্ধির আনন্দমাত্র। নট লাভ, লাভ মেকিং, সেক্স গেম। ডা. মিতু যা করেছে তা প্রতারণা, অন্যায়, অবিচার আকাশের প্রতি। আকাশ নিজেও তার সুইসাইড নোটে লিখেছে ‘ভালো না লাগলে আলাদা হয়ে যাও, চিট করো না, মিথ্যা বলো না।’
আমাদের একটি দার্শনিক দারিদ্র্য রয়েছে। কোনো ঘটনাকে বোধ দিয়ে বিবেচনা করি না, আঁতশ কাচের নিচে ফেলি না। কেবল একপাক্ষিকভাবে কারো পক্ষ নিতে চাই। নারী বা পুরুষের। কিন্তু এই পক্ষ নিতে গিয়ে অন্য কারো সুবিধে করে দিচ্ছি কিনা ভেবে দেখা উচিত। আপনি গুগল করতে বলেছেন, ‘মারডারাস হু কমিটেড সুইসাইড’ অথবা ‘ক্রিমিনালস হু কমিটেড সুইসাইড।’
আকাশ তো কোনো ক্রিমিনাল ছিলো না, খুনিও না, তবু তাকেই খুন হতে হলো নিজের হাতে, অন্যের অপরাধে। কী ভয়ংকর! আর সার্চ স্ট্রিং দিতে বলেছেন যেভাবে সেভাবে কিছুই প্রমাণিত হয় না। আপনি সার্চ দেন, পারভার্ট রাইটার্স লিখে, দেখেন কতো লেখকের নাম আসে। আপনিও লেখক, তার মানে কী আপনি পারভার্ট হয়ে যাবেন? পারভার্ট ডক্টরস লিখে সার্চ দেন। আপনিও ডাক্তার। আপনি কী পাারভার্ট? আকাশ তো খুন করে সেই অনুশোচনায় আত্মহত্যা করেনি, সে খুনের পরিকল্পনাও করেনি। আপনি ঢালাওভাবে তাকে খুনি বলে দিলেন, খুন করতে পারেনি বলে সে আত্মহত্যা করেছে বলে দিলেন।
আকাশের জন্য আপনার এতোটুকুও মায়া হয়নি, কষ্ট হয়নি, না হতেই পারে। কিন্তু আপনার জন্য আমার খুব কষ্ট হচ্ছে, মায়া হচ্ছে, করুণা হচ্ছে। এই ভেবে যে, আপনি এতোকাল নারীবাদের জন্য সংগ্রাম করে, এখন মিতুদের অন্যায়কে, অপরাধকে, যৌন অনাচারকে, বহুপুরুষগমনকে সমর্থন করছেন। সমাজের লম্পট,অন্যায় নারীভোগী, নারীলিপ্সু, পরস্ত্রীগামী পুরুষদের সুবিধে করে দিচ্ছেন।
তসলিমা নাসরিন, নিজের অজান্তেই এখন আপনি প্রচ- পুরুষতান্ত্রিক, আটকা পড়েছেন পুরুষতন্ত্রের জালে! ছড়াচ্ছেন যুক্তিহীন বিদ্বেষ।
লেখক : সম্পাদক, আজ সারাবেলা। পরিচালক, বাংলাদেশ সেন্টার ফর ডেভলপমেন্ট জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন। সদস্য, ফেমিনিস্ট ডটকম, যুক্তরাষ্ট্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়