শিরোনাম
◈ মার্কিন শুল্ক ইস্যু: সন্ধ্যায় জরুরি মিটিং ডেকেছেন প্রধান উপদেষ্টা ◈ শরীয়তপুরে জাজিরায় তুমুল সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ ◈ টানা তিন হারে হোয়াইটওয়াশ পাকিস্তান! ◈ ৫০ বিলিয়নিয়ারের মধ্যে ২৭ জন যুক্তরাষ্ট্রের, নেই বাংলাদেশের আজিজ খান, এক নজরে বিশ্বের বিলিয়নিয়ারদের তালিকা ◈ ঈদ ছুটিতে ৮ দিন পর চালু হলো বেনাপোল-পেট্রাপোল বন্দর ◈ শুল্ক আরোপের সিদ্ধান্তের ফলে বাংলাদেশের ৪০ বিলিয়ন ডলারের তৈরি পোশাক শিল্প হুমকির মুখে ◈ হোয়াইট হাউস থেকে বরখাস্ত একাধিক শীর্ষ কর্মকর্তা, ছাঁটাইয়ের পরামর্শ দিয়েছেন লরা লুমার! ◈ বাংলাদেশ-ভারত পুরানো বন্ধুত্বের কতটা নবায়ন হলো দুই নেতার বৈঠকে? ◈ অবশেষে আল হিলালের বিপক্ষে জয়ের দেখা পেল আল নাসর ◈ হঠাৎ চিকেন’স নেকে ভারী অস্ত্র মোতায়েন ভারতের!

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:২৭ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত ২০

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় দু’দল গ্রামবাসির রক্তক্ষয়ী সংঘর্ষে রাসেল শেখ (২৪) নামে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সংঘর্ষে আরো অন্তত ২০ ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে। পুলিশ উপস্থিত হয়ে টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করেছে।

জানা গেছে, সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় বাহিরদিয়া গ্রামের ইউপি সদস্য মঞ্জু মাতুব্বরের সাথে সাবেক সদস্য লুৎফর মোল্যার সাথে এলাকার আধিপত্য নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এরই জের ধরে রোববার সকাল ৭ টার দিকে মঞ্জু মাতুব্বরের সমর্থক রাসেলসহ কয়েকজন স্থানীয় বাজারে চায়ের দোকানে বসে গল্প করছিলো। এ সময় লুৎফর মোল্যার সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে মঞ্জু মাতুব্বরের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সালথা থানা পুলিশ উপস্থিত হয়ে ১১ রাউন্ড শর্টগানের গুলি ও ২ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষে বড় বাহিরদিয়া গ্রামের খালেক শেখের পুত্র রাসেল শেখ প্রতিপক্ষের অস্ত্রের কোঁপে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। তার মৃত্যুর নিশ্চিত করেছেন বড় ভাই জামাল শেখ। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়।

সালথা থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খান বলেন, বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থান থেকে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়