শিরোনাম
◈ ট্রাম্পের শুল্কারোপ: রেকর্ড উচ্চতা থেকে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ◈ অসহযোগ আন্দোলনের ডাক এসএসসি পরীক্ষা পেছানোর দাবিতে, চূড়ান্ত সিদ্ধান্ত জানালো বোর্ড ◈ জুলাই গণহত্যার বিচার বানচালে অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে: তাজুল ইসলাম ◈ বিমসটেক সম্মেলন: নৈশভোজের টেবিলে ইউনূস-মোদি পাশাপাশি ◈ খালেদা জিয়ার মতো ‘কম্পিটেন্ট পলিটিশিয়ান’ এদেশে আসে নাই: ফাহাম আবদুস সালাম ◈ বাংলাদেশি ভেবে বিএসএফের গুলি, ভারতীয় চোরাকারবারির মৃত্যু ◈ তরুণদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ এবার বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূলরেখা নিজেদের দাবি করল ভারত ◈ বাংলাদেশকে আসিয়ানে কেন যোগ দেওয়া উচিত: দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদন ◈ বাংলাদেশের জন্য বেদনাদায়ক ট্রাম্পের শুল্ক আরোপ: নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:২০ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে ইংরেজি সাইনবোর্ডে ‘কালি’ লেপন করছে সিটি কর্পোরেশন, স্বাগত সাধারণ মানুষের

জিয়ারুল হক : উচ্চ আদালতের নির্দেশ ছিলো সর্বস্তরে বাংলা প্রচলন করার। কিন্তু কয়জন মানছে সেই আদেশ। ভাষার মাস ফেব্রæয়ারিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়েছে ব্যতিক্রম উদ্যোগ। এখনও যারা প্রতিষ্ঠানের সাইনবোর্ড বাংলায় করেনি তাদের সাইনবোর্ডে কালি লেপন করে দিচ্ছে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। সাধারণ মানুষ একে স্বাগত জানিয়ে এটিকে সারা দেশে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। যমুনা টিভি

সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আদালতের নির্দেশ প্রতিপালনের জন্য মহানগরীতে মাইকিং, পত্রিকায় বিজ্ঞাপনসহ বিভিন্নভাবে তাদেরকে বলা হয়েছে। অনেকেই করেছে। যারা পরিবর্তন করেনি আমরা তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। তাদের দাবি সমস্ত সাইনবোর্ড পরিবর্তন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই বলছে আমরা আগে থেকে জানতাম না। কেউ বলছে সাইনবোর্ডে কালি না মেখে সময় দিলে আমরা পরিবর্তন করে নিতাম। তবে ব্যবসায়ী নেতাদের দাবি সর্বস্তরে বাংলা প্রচলনের জন্য এটি ঠিক আছে। তবে তাদের দাবি শুধু সাইনবোর্ডে নয় আমাদের চলন-বলন, পোশাক-আশাকে যেন বাঙালিয়ানা থাকে এটিও নিশ্চিত করা হোক।

অভিযানের পর থেকে বন্দর নগরীর বিভিন্ন এলাকায় চোখে পরছে কালি লেপন করা সাইন বোর্ড। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সামসুদ্দোহা বলেন, নগরীর ৪১টি ওয়ার্ডে ধারাবাহিকভাবে চলবে অভিযান। যাদের ইংরেজির পাশাপাশি বাংলা আছে তাদের কোন সমস্যা নেই। কিন্তু যাদের শুধু ইংরেজি লেখা তাদের সাইনবোর্ডে আমরা কালি লেপে দিচ্ছি, যাতে তারা পরিবর্তন করতে বাধ্য হয়।

তবে শুধু নাম ফলকে নয়, সর্বস্তরে বাংলা প্রচলন করে রক্ষা করতে হবে বাংলা ভাষার বিকৃতির হাত থেকে। তাহলেই বাস্তবায়িত হবে ভাষা শহীদদের স্বপ্ন, এমনটাই প্রত্যাশা করেন বিশ্লেকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়