স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েও তাদের মনে জায়গা করে নিতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো! সদ্যই সাবেক হয়ে যাওয়া সিআর সেভেনের জন্মদিনকে ভুলে গেলো রিয়াল মাদ্রিদ। অথচ আরও পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইট ভোলেনি পর্তুগিজ রাজপুত্র।
গত ৫ ফেব্রুয়ারি ছিল রোনালদোর ৩৪তম জন্মদিন। এখন খেলোয়াড়দের জন্মদিন হলে তাদের বর্তমান ও সাবেক ক্লাবগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে আড়ম্বর করে শুভেচ্ছা জানিয়ে থাকে। কিন্তু রোনালদোর জন্মদিনে তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ শুভেচ্ছা জানানোর প্রয়োজন মনে করেনি।
রিয়াল মাদ্রিদ ভুললেও, ভোলেনি তার আরেক সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে রোনালদোকে শুভেচ্ছা জানিয়ে ক্লাবটি পোস্ট তো করেছেই, সারা দিন জুড়ে ইউনাইটেডের হয়ে রোনালদোর করা গোলগুলো নিয়েও পোস্ট দিয়েছে। রোনালদোর ভালো বন্ধু নানির পোস্ট রি-টুইট করে পর্তুগিজ তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে তার আরেক ক্লাব স্পোর্টিং লিসবনও।
স্বাভাবিকভাবেই রোনালদোকে শুভেচ্ছা জানিয়েছে তার বর্তমান ক্লাব জুভেন্টাসও। কিন্তু রোনালদোর জন্মদিনে শুভেচ্ছা জানানোর চেয়ে চায়নিজ নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করাটাকে বেশি গুরুত্বপূর্ণ করেছে রিয়াল। ক্লাবের দেখাদেখি রিয়াল মাদ্রিদের লুকা মদরিচ, রাফায়েল ভারান, সার্জিও রামোস, লুকাস ভাসকেজ, গ্যারেথ বেল, করিম বেনজেমা, কাসেমিরো, মার্কো আসেনসিও, ইসকো, টনি ক্রুস, কেইলর নাভাস কেউই রোনালদোকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি।
এক মার্সেলোই ব্যতিক্রম। রোনালদোর সঙ্গে রিয়াল মাদ্রিদে খেলা এই ব্রাজিলিয়ান লেফটব্যাক ইনস্টাগ্রাম স্টোরিতে শুভেচ্ছা জানিয়েছেন তার সাবেক এই সতীর্থকে। বিইন স্পোর্টস
আপনার মতামত লিখুন :