শিরোনাম
◈ পাকিস্তানে হামলা করবে ভারত, নিউইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর প্রতিবেদন ◈ অর্থ কামানোই প্রধান লক্ষ্য, ২০২৪ সালে সাইবার হানার ধরন পাল্টেছে! ◈ রাবি শিক্ষার্থীদের মধ্যে স্ক্যাবিস ছড়িয়ে পড়েছে, মেডিকেল সেন্টারে মিলছে চিকিৎসা ◈ ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারে সরকার বদ্ধপরিকর: আসিফ নজরুল ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ লাগলে যুক্তরাষ্ট্র কী করবে? ◈ পহেলগাঁও হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে চীনের জোরালো সমর্থন পেল পাকিস্তান ◈ পাস‌পোর্ট নেই, ভিসাও নেই, তারপ‌রেও  ৫০ টির বেশি দেশ ভ্রমণ ক‌রে‌ছেন তি‌নি ◈ আসছে নতুন ভাইরাস- মানুষ দ্রুত বু‌ড়ো হ‌য়ে যা‌বে,  চরম সতর্কবার্তা দিলেন বুল‌গে‌রিয়ান বাবা ভাঙ্গা ◈ পাকিস্তান ও ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ সব চুক্তি, এগুলো স্থগিত হওয়ার অর্থ কী? ◈ পাকিস্তানের ভয়ে ভারতীয় জেনারেলদের মিটিং ত্যাগের ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০৭ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে পূর্ব শত্রুতার জের ধরে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষ

রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধি: নীলফামারীর ডোমারে পূর্ব শত্রুতার জের ধরে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ায় মানবেতর জীবন যাপন করছে ৪টি পরিবারের লোকজন।

ঘটনাটি ঘটেছে, ডোমার উপজেলার পাঙ্গামটুকপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৌজাপাঙ্গা গ্রামে। ওই গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম, ইয়াছিন আলী, সামছুল হক ও মফিজার রহমান দীর্ঘ ৩৭ বছর ধরে সেখানে বসবাস করে আসছে। পরিবারগুলোর যাতায়াতের জন্য বাড়ি থেকে রাস্তায় উঠা পর্যন্ত প্রায় ৫০০ ফিট কাঁচা রাস্তা রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে রাস্তাটির মাঝখানে প্রায় ৩০ ফিট রাস্তা কেটে সেখানে রোয়া রোপন করে বাঁশের কঞ্চি পুঁতে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে প্রতিপক্ষের লোকজন।

এ বিষয়ে শফিকুল ইসলাম জানান, আমরা দীর্ঘদিন ধরে এ রাস্তাটি দিয়ে চলাচল করে আসছি। একই গ্রামের কালা মামুদের ছেলে মকবুল হোসেন ও তার দুই ছেলে ওই জায়গাটুকু তাদের নিজের দাবী করে কেটে নিয়ে সেখানে বোরো ধানের রোয়া লাগিয়ে বাঁশের আগাল পুতে রাখে। এ বিষয়ে আমি গত ১৫জানুয়ারী ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একখানা লিখিত অভিযোগ করি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিস্পত্তির জন্য পাঙ্গামটুকপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলায়ার হোসেনকে নির্দেশ দেন। অভিযোগ করার একদিন পর মকবুল হোসেনের ছেলে হাফিজুল ইসলাম বাদী হয়ে গত ১৭ জানুয়ারি আমি আমার মা, বাবা, ভাই, ভাইয়ের স্ত্রী,আমার স্ত্রী এবং সন্তানসহ ৭জনকে বিবাদী করে বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা করেন। পরে ইউনিয়ন পরিষদ থেকে তাদের দুটি নোটিশ দিলেও তারা ইউনিয়ন পরিষদে যাননি। শফিকুল ইসলাম আরো জানায়,রাস্তাটি বন্ধ করে দেয়ায় আমরা ৪টি পরিবারের ৩৪জন সদস্য চলাচলের চরম অসুবিধার মধ্যে পড়েছি। আমরা চলাচল করতে পারছি না। বাড়ি থেকে বেরও হতে পারছি না। ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না। রাস্তার ওই অংশে দু দফায় সাড়ে ১২ শতাংশ জমি আমার কেনা রয়েছে। তারা গায়ের জোরে রাস্তাটি কেটে নেয়।
উভয় পক্ষের দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।এ ব্যাপারে মকবুল হোসেনের ছেলে রবিউল ইসলাম জানান,রাস্তার ওই জায়গা আমাদের জমি। তাই কেটে নিয়ে রোয়া লাগিয়েছি।

পাঙ্গামটুকপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান,মকবুল তার নিজের জমি দাবী করলেও কোন কাগজপত্র দেখায় নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়