শিরোনাম
◈ পাকিস্তান থেকে কী পণ্য আমদানি করে বাংলাদেশ আর কী রপ্তানি করে? ◈ ২১ নভেম্বর রাজধানীর যেসব সড়ক পরিহার করবেন ◈ রমজানের ১১ নিত্যপণ্য আমদানিতে এলসি মার্জিন শিথিল ◈ শুধুমাত্র নির্বাচনের জন্য ২ হাজার মানুষ জীবন দেয়নি: সারজিস ◈ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় ঝাড়খন্ডের মাদ্রাসাগুলোতে : জেপি নাড্ডা ◈ আবহাওয়া অফিসের নতুন বার্তা শীত ও কুয়াশা নিয়ে  ◈ ঢাবি ছাত্রদলের ৬ নেতা পদ হারালেন চার দিনের মাথায়, নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ ◈ উর্দু নয়, পাকিস্তানে সবচেয়ে বেশি কথা হয় যে ভাষায় ◈ কুয়াশায় বিঘ্ন হলে শাহজালালের ফ্লাইট নামবে চট্টগ্রাম ও সিলেটে ◈ সৌদি আরবে গত এক সপ্তাহে যে কারনে ২১ হাজার অভিবাসী গ্রেফতার

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫৮ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা জনগোষ্ঠীকে আন্তর্জাতিক সমীকরণের বলি না করে তাদের সংকটকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা উচিত বললেন, জোনায়েদ সাকি

সৌরভ নূর : রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে কার্যকরী কোনো উদ্যোগ কিংবা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না বলে মন্তব্য করে গণসংহতির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় এবং প্রতিবেশী দেশগুলো নিজ নিজ আঞ্চলিক স্বার্থ রক্ষাকে প্রাধান্য দিচ্ছে, রোহিঙ্গাদের সংকট কিংবা বাংলাদেশের স্বার্থকে কেউ বড় করে দেখছেন না। এর ফলে রোহিঙ্গা ইস্যু দিন দিন জটিলতর হচ্ছে। এই প্রতিবেদকের সাথে আলাপকালে জোনায়েদ সাকি এসব কথা বলেন।
তিনি বলেন, এই রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে হলিউড, বলিউডসহ নানা শ্রেণি-পেশার তারকারা বাংলাদেশে আসছেন। কিন্তু বাস্তবে যদি এর ফলাফল না দেখা যায় তবে এ ধরনের পদক্ষেপকে অকার্যকর বলেই মনে হবে। যেহেতু আমরা বাস্তব ফলাফল চাইছি এবং এর জন্য সংশ্লিষ্ট দেশগুলোর সিদ্ধান্ত অধিক গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই জনগোষ্ঠীকে আন্তর্জাতিক জটিল সমীকরণের বলি না করে তাদের সংকটকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা। এই জনগোষ্ঠীকে তাদের নিজস্ব আবাসভূমিতে তাদের ফিরিয়ে দিতে চীন এবং ভারতকে তৎপর ভূমিকায় দাঁড়াতে হবে। এর জন্য চীন এবং ভারতের সাথে আলোচনায় বসতে হবে, সে অনুয়ায়ী তাদের প্রভাবিত করার চেষ্টা চালাতে হবে। এককথায় আন্তর্জাতিক হস্তক্ষেপ বা আলোচনার মাধ্যমেই ফিরিয়ে নেয়ার চেষ্টা করতে হবে। এছাড়া শরণার্থী হয়ে যারা এখানে আছেন তাদের নিরাপত্তা, শিক্ষা নিশ্চিত করতে হবে। পাশাপাশি তাদের খ-কালীন কাজ করার সুযোগ তৈরি করে দিতে হবে। নতুবা তাদের অবৈধ কর্মকা-ে জড়িয়ে পড়ার ঝুঁকি বাড়বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়