শিরোনাম
◈ ব্যাংক না দিলেও খোলাবাজারে চড়া দামে নতুন টাকা ◈ নিরবচ্ছিন্ন গ্যাস না পাওয়ায় দুরবস্থায় শিল্পকারখানা ◈ দ্রুত নির্বাচন করা, সাথে সংস্কারটা যত দ্রুত করা যায় সে কথাই বলেছি: মির্জা ফখরুল  ◈ সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের মৃত্যুতে ঢাবিতে এক দিন ছুটি ঘোষণা ◈ বাংলাদেশ যে সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাতে পাশে থাকবে জাতিসংঘ: আন্তোনিও গুতেরেস ◈ পাকিস্তান থেকে এল ২৬ হাজার টন চাল ◈ আস্থাহীনতায় রাজনৈতিক দলগুলোর দূরত্ব বাড়ছে! ◈ রাজশাহীতে র‌্যাবের অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ◈ ঠাকুরগাঁওয়ে সীমান্তবর্তী উপজেলা গুলোতে অবাধে ব্যবহার হচ্ছে ভারতীয় সিম! ◈ রোববার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩২ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৪০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যে কর্ণফুলি ড্রাই ডককে অনুমোদন দিলো বেজা

স্বপ্না চক্রবর্তী : কর্ণফুলী ড্রাই ডক স্পেশাল অর্থনৈতিক অঞ্চল লিমিটেডকে প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স প্রদান করলো বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত এই ড্রাই ডকটি হবে প্রায় ১ লক্ষ ডিডাব্লিওটি ক্ষমতা সম্পন্ন। এই অর্থনৈতিক অঞ্চলটি হবে শিপবিল্ডিং এবং জাহাজ রক্ষণাবেক্ষণ খাতে দেশের সর্ব প্রথম বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল। এই অঞ্চলটিতে ১৪০মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। যার মধ্যে বিশ্বব্যাংক থেকে প্রাপ্ত ঋণও অন্তর্ভূক্ত থাকবে।

বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ লাইসেন্স প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান এবং সরকারের ভারপ্রাপ্ত সচিব মোঃ ফারুক হোসেন, বিআইডাবøুটিএ এর চেয়ারম্যান কমোডর মোহাম্মদ মোজাম্মেল হক, লে: জেনারেল মো: আনোয়ার হোসেন (অব:), চট্টগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মোঃ মাহবুবুল আলম এবং কর্ণফুলী ড্রাই ডক স্পেশাল ইকনোমিক জোন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এ রশীদ।

এসময় উপস্থিত বক্তারা জানান, এই প্রকল্পের জন্য নির্ধারিত স্থানে ইতোমধ্যে প্রতিষ্ঠানটি সড়ক, বিদ্যুৎ সংযোগ স্থাপনের কাজ শেষ করেছে। এখন সেখানে ড্রাই ডকের জেটি নির্মাণের কাজ চলছে। আগামী মার্চ মাসের মধ্যে জেটি নির্মাণের কাজ শেষ হবে। প্রাথমিক ভাবে প্রায় ৩০০০ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে এ অঞ্চলটিতে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বছরে প্রায় ১২০ মিলিয়ন ইউএস ডলার বৈদেশিক মুদ্রা অর্জিত হবে।

এসময় কর্ণফুলী ড্রাই ডক স্পেশাল ইকনোমিক জোন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এ রশীদ বলেন, কর্ণফুলী ড্রাই ডক স্পেশাল ইকনোমিক জোন লিমিটেডের আগামী বছর থেকে বৃহৎ জাহাজ নির্মাণে বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এখান থেকে প্রতিবছর কমপক্ষে ১২০ মিলিয়ন মার্কিন ডলার আয় করা সম্ভব হবে যা বাংলাদেশের রপ্তানীতে বৈচিত্রকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান এবং সরকারের ভারপ্রাপ্ত সচিব মোঃ ফারুক হোসেন বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আনয়নে বেজার কর্মযজ্ঞের সাথে একাত্ম হয়ে কাজ করতে চায় তার প্রতিষ্ঠান। এজন্য অর্থনৈতিক অঞ্চলের উপযোগী দক্ষ জনবল তৈরীতে ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং এ আলোকে কাজ করছে তার প্রতিষ্ঠান।

বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সরকারী উচ্চ পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠনের নেতরাসহ এবং বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়