শিরোনাম
◈ রাজনীতিতে জাইমা রহমানের প্রবেশ নিয়ে কৌতূহল বাড়ছে! ◈ ‘জাতির পিতা’ বিধান বিলুপ্তির সুপারিশ: সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন ◈ রোহিঙ্গা সংকট সমাধানে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত জাতিসংঘ মহাসচিবের ◈ বেনজীরের বিতর্কিত বক্তব্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিবাদ (ভিডিও) ◈ হঠাৎ ট্রাম্পকে যে কারণে ‘টোপ’ দিলেন জেলেনস্কি ◈ ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু, মোজাম্মেল হকের বাড়িতে র‌্যাব ◈ আপিল ট্রাইব্যুনালে জয়ী পুলিশ সদস্যদের চাকুরীতে পুনর্বহালের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা পড়লেন বৈষম্যবিরোধীর নেতাকর্মীরা ◈ সেদিন গাজীপুরে কি ঘটেছিল? আহতদের মুখে ঘটনার বর্ণনা ◈ টিউলিপের নামে গাজীপুরে বাংলো, যা বলছে লেবার পার্টি

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:১০ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রবার্ট ভদ্রকে জেরা, পাশে থাকার ঘোষণা মমতা ব্যানার্জী ও প্রিয়াংকা গান্ধীর

লিহান লিমা: কংগ্রেসের উত্তরপ্রদেশ-পূর্বের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধীর স্বামী ও ব্যবসায়ী রবার্ট ভদ্রকে বুধবার পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই সময় ভদ্রকে লন্ডনের সম্পত্তি ও অস্ত্র ব্যবসা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বৃহস্পতিবারও ইডি দপ্তরে হাজিরা দেয়ার কথা রয়েছে ভদ্রের। ইকনোমিক টাইমস, এনডিটিভি

বুধবার ৫ ঘণ্টারও বেশি সময় ধরে ভদ্রকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। লন্ডনে সম্পত্তি কেনাবেচায় আর্থিক দুর্নীতির অভিযোগের মামলায় বুধবারই প্রথমবার ইডির মুখোমুখি হলেন তিনি। তার আইনজীবী সমুন খৈতান বলেন, সব প্রশ্নের উত্তর দিয়েছেন রবার্ট। তিনি বলেন, ‘তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগই ভুল। আমরা তদন্তে ১০০ ভাগ সহযোগিতা করব।’

এদিকে বুধবার ইডি দফতর পর্যন্ত স্বামীর সঙ্গে আসেন প্রিয়াংকা গান্ধী। তিনি বলেন, ‘সবাই জানে কোনটি রাজনীতি, আর না। আমি স্পষ্ট বার্তা দিতে চাই। পরিবারের সঙ্গেই আছি।’ এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘ভদ্রকে জেরা করার উদ্দেশ্য একটাই, বিরোধীদের জোট গড়তে না দেওয়া। রাজনৈতিক স্বার্থ পূরণে ইডিকে ব্যবহার করা হচ্ছে। বিরোধী দলনেতাদের অনেককেই নোটিস পাঠাচ্ছে কেন্দ্রীয় সংস্থাটি।’

প্রসঙ্গত, পলাতক অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারির মাধ্যমে ভদ্র লন্ডনের সম্পত্তি কিনেছিলেন বলে দাবি ইডির। যদিও ওই সম্পত্তি তাঁর নয় বলে দাবি করেছেন রবার্ট ভদ্র। এ মামলায় আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রবার্টকে গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত। তবে তদন্তে রবার্ট যাতে সহযোগিতা করেন, সে নির্দেশও দিয়েছে আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়