শিরোনাম
◈ মার্কিন গোয়েন্দা সংস্থার নয়া অধিকর্তা তুলসী গ্যাবার্ড কে? বিজেপির সঙ্গেও ‘নৈকট্য’ ◈ বাংলাদেশের ১২ ক্রিকেটার আইপিএলের নিলামে, কার ভিত্তিমূল্য কত? ◈ স্ত্রীর মোহরানাও ঋণের অন্তর্ভুক্ত, অনাদায়ে স্বামীর ঘাড়ে তা ঋণ স্বরূপ বহাল থাকবে ◈ খাদ্য অধিদপ্তরের চাল মজুদ করে ব্র্যান্ডের প্যাকেটে বিক্রি ◈ ‘মাকে হত্যা’ করে ফ্রিজে রাখার ঘটনায় নতুন মোড় ◈ দায়বদ্ধতা থেকেই অন্তর্বর্তীকালীন সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে: জ্বালানি উপদেষ্টা ◈ চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে ভারতের প্রভাবের কাছে নত হতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ◈ আরও একটি নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ◈ জিল্লুর রহমানের যত অভিযোগ সাবেক দুই মন্ত্রীর বিরুদ্ধে! ◈ মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশি নারী-শিশুসহ ৫১ জন অবৈধ অভিবাসী গ্রেপ্তার

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫৪ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নদী রক্ষা গবেষণাকেন্দ্রকে ঠুটো জগন্নাথ বানিয়ে নদী দখল ও দূষণ মুক্ত করা সম্ভব না বলেছেন সৈয়দা রিজওয়ানা হাসান

নাহিদ মোর্শেদ : বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, উচ্চ আদাতে নদীকে জীবন্তসত্বা হিসেবে ঘোষণা করা একটা মাইলফলক রায়। যা আমাদেও মনজগতে একটা বিরাট প্রভাব ফেলবে। সভ্য দেশে নদী রক্ষা গবেষণাকেন্দ্র কে ঠুটো জগন্নাথ বানিয়ে, বর্জ্যরে ভাগার, ময়লার ডাম্পিং বানিয়ে, কোন নদী দূষণ মুক্ত, দখল করা সম্ভব না। মঙ্গলবার ডিবিসি টেলিভিশনের রাজকাহন এসব কথা বলেন ।

তিনি বলেন, বিচারপতি খায়রুর হক প্রথম দিকের রায় বলেছিলেন বৃটিশদের সভ্যতার পরিচায়ক টেমস্ নদী, আর আমাদের সভ্যতার পরিচায়ক বুড়িগঙ্গা, এই রায়টি ও যদি আমরা মাথায় রাখি তবে আমাদের সভ্যতার পরিচায়ক কে আমরা কি করছি। আদালতের এই রায় পরিবেশবাদিদের একটা বিরাট জয়।

একটা নদীকে দখল মুক্ত, দূষণ মুক্ত করা সরকারের জন্য কোন ব্যাপার না এটা রাজনৈতি সচ্ছিার ব্যাপার। তিনি বলেন, আমাদের ব্যবসায়ীরা প্রথমে বুড়িগঙ্গাকে দূষণ করেছে এখন করছে ধলেশ্বরীকে এটা কোন মতে মেনে নেয়া সম্ভব না, সব সময় সরকারের দিকে চেয়ে না থেকে, নিজেরদের দায়িত্ব সম্পর্কে সচেষ্ট থাকতে হবে। সরকার চাইলেই এই নদী দূষণ মুক্ত, দখল মুক্ত করতে পারে।  তিনি আরো বলেন, আদালত বলেছে, জনমতের চাপ তৈরি করো স্কুল কলেজর ছাত্রদের অবহিত করো স্কুল থেকে শোখাও কলকারখানায় শেখাও একটা জনমত সৃষ্টি ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়