নাহিদ মোর্শেদ : বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, উচ্চ আদাতে নদীকে জীবন্তসত্বা হিসেবে ঘোষণা করা একটা মাইলফলক রায়। যা আমাদেও মনজগতে একটা বিরাট প্রভাব ফেলবে। সভ্য দেশে নদী রক্ষা গবেষণাকেন্দ্র কে ঠুটো জগন্নাথ বানিয়ে, বর্জ্যরে ভাগার, ময়লার ডাম্পিং বানিয়ে, কোন নদী দূষণ মুক্ত, দখল করা সম্ভব না। মঙ্গলবার ডিবিসি টেলিভিশনের রাজকাহন এসব কথা বলেন ।
তিনি বলেন, বিচারপতি খায়রুর হক প্রথম দিকের রায় বলেছিলেন বৃটিশদের সভ্যতার পরিচায়ক টেমস্ নদী, আর আমাদের সভ্যতার পরিচায়ক বুড়িগঙ্গা, এই রায়টি ও যদি আমরা মাথায় রাখি তবে আমাদের সভ্যতার পরিচায়ক কে আমরা কি করছি। আদালতের এই রায় পরিবেশবাদিদের একটা বিরাট জয়।
একটা নদীকে দখল মুক্ত, দূষণ মুক্ত করা সরকারের জন্য কোন ব্যাপার না এটা রাজনৈতি সচ্ছিার ব্যাপার। তিনি বলেন, আমাদের ব্যবসায়ীরা প্রথমে বুড়িগঙ্গাকে দূষণ করেছে এখন করছে ধলেশ্বরীকে এটা কোন মতে মেনে নেয়া সম্ভব না, সব সময় সরকারের দিকে চেয়ে না থেকে, নিজেরদের দায়িত্ব সম্পর্কে সচেষ্ট থাকতে হবে। সরকার চাইলেই এই নদী দূষণ মুক্ত, দখল মুক্ত করতে পারে। তিনি আরো বলেন, আদালত বলেছে, জনমতের চাপ তৈরি করো স্কুল কলেজর ছাত্রদের অবহিত করো স্কুল থেকে শোখাও কলকারখানায় শেখাও একটা জনমত সৃষ্টি ।
আপনার মতামত লিখুন :