শিরোনাম
◈ এককভাবে ইজতেমা আয়োজনের ঘোষণা, কাকরাইল মসজিদ জুবায়েরপন্থিদের নিয়ন্ত্রণে ◈ চিন্ময় দাসের আইনজীবী চিকিৎসার নামে ভারত গিয়ে চালাচ্ছেন অপপ্রচার (ভিডিও) ◈ (১৯ ডিসেম্বর)  ডলার-ইউরোসহ বৈদেশিক মুদ্রার আজকের এক্সচেঞ্জ রেট ও স্বর্ণের দাম ◈ রূপপুর বিদ্যুৎ কেন্দ্র: প্রথম ইউনিট ফিজিক্যাল স্টার্ট আপে চূড়ান্ত প্রস্তুতি শুরু ◈ গুমের সঙ্গে জড়িত ২০ সরকারি কর্মকর্তার পাসপোর্ট স্থগিত, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ◈ ‘অস্ত্র’ হাতে মাদ্রাসায় বক্তব্যের ভিডিও ভাইরাল, আসল ঘটনা যা জানা গেল... ◈ বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ ◈ মানুষ দোয়া করতেছে শেখ হাসিনা আবার ফিরে আসবে: হাজী সেলিম পুত্র (ভিডিও) ◈ ফের ভারতকে হতাশ করলেন ট্রাম্প : ভারতীয় পণ্যে উচ্চহারে শুল্কারোপের হুমকি (ভিডিও) ◈ মালয়েশিয়ার মিনিস্টার অব হায়ার এডুকেশন এর সাথে প্রধান উপদেষ্টার মতবিনিময় 

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫৪ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নদী রক্ষা গবেষণাকেন্দ্রকে ঠুটো জগন্নাথ বানিয়ে নদী দখল ও দূষণ মুক্ত করা সম্ভব না বলেছেন সৈয়দা রিজওয়ানা হাসান

নাহিদ মোর্শেদ : বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, উচ্চ আদাতে নদীকে জীবন্তসত্বা হিসেবে ঘোষণা করা একটা মাইলফলক রায়। যা আমাদেও মনজগতে একটা বিরাট প্রভাব ফেলবে। সভ্য দেশে নদী রক্ষা গবেষণাকেন্দ্র কে ঠুটো জগন্নাথ বানিয়ে, বর্জ্যরে ভাগার, ময়লার ডাম্পিং বানিয়ে, কোন নদী দূষণ মুক্ত, দখল করা সম্ভব না। মঙ্গলবার ডিবিসি টেলিভিশনের রাজকাহন এসব কথা বলেন ।

তিনি বলেন, বিচারপতি খায়রুর হক প্রথম দিকের রায় বলেছিলেন বৃটিশদের সভ্যতার পরিচায়ক টেমস্ নদী, আর আমাদের সভ্যতার পরিচায়ক বুড়িগঙ্গা, এই রায়টি ও যদি আমরা মাথায় রাখি তবে আমাদের সভ্যতার পরিচায়ক কে আমরা কি করছি। আদালতের এই রায় পরিবেশবাদিদের একটা বিরাট জয়।

একটা নদীকে দখল মুক্ত, দূষণ মুক্ত করা সরকারের জন্য কোন ব্যাপার না এটা রাজনৈতি সচ্ছিার ব্যাপার। তিনি বলেন, আমাদের ব্যবসায়ীরা প্রথমে বুড়িগঙ্গাকে দূষণ করেছে এখন করছে ধলেশ্বরীকে এটা কোন মতে মেনে নেয়া সম্ভব না, সব সময় সরকারের দিকে চেয়ে না থেকে, নিজেরদের দায়িত্ব সম্পর্কে সচেষ্ট থাকতে হবে। সরকার চাইলেই এই নদী দূষণ মুক্ত, দখল মুক্ত করতে পারে।  তিনি আরো বলেন, আদালত বলেছে, জনমতের চাপ তৈরি করো স্কুল কলেজর ছাত্রদের অবহিত করো স্কুল থেকে শোখাও কলকারখানায় শেখাও একটা জনমত সৃষ্টি ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়