লিহান লিমা: ওয়াইনপ্রেমিদের জন্য ২০১৯ সুখবর নিয়ে এসেছে, অন্য বছরগুলোর তুলনায় এই বছর অনেক হারেই কমছে ওয়াইনের দাম। খবর ব্লুমবার্গের।
রাবোব্যাংক ইন্টারন্যাশনাল গ্রুপ জানায়, ২০১৮ সালে প্রচুর পরিমাণ শস্য উৎপাদনের কারণে স্পেন এবং ইতালি থেকে আসা ওয়াইনের দাম কমেছে। অন্যদিকে মুদ্রার অবমূল্যায়নের কারণে আর্জেন্টিনায়ও কমেছে ওয়াইনের বোতলের দাম।
২০১৮ সালে ইউরোপে ব্যাপক কাঁচামাল শস্য উৎপাদনের কারণে বছরের শেষের দিকেই কমেছে বুলক ওয়াইনের দাম। এই কারণে ২০১৯ সালে দাম কমছে স্প্যানিশ ও ইতালীয় ওয়াইনের। বিশ্লেষকরা বলছেন, ২০১৯ সালে এর প্রভাব খুব ভালভাবেই প্রত্যক্ষ করা যাবে। বিশেষ করে ওয়াইনের ই-কমার্স ব্যবসা লাভবান হবে।
আপনার মতামত লিখুন :